মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি

Описание к видео মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি

এ দেশের কৃষকরা ধান, পাট, গম, ভূট্টা ইত্যাদি ফসলের পাশাপাশি বিভিন্ন ধরনের সব্জি চাষ করছে। এদের মধ্যে মিষ্টি কুমড়া অন্যতম।

চাষাবাদ কৌশল
বীজ বিশুদ্ধ করন : বীজ বপনের আগে প্রতি কেজি বীজে ৩০ গ্রাম বায়োডার্মা পাউডার দিয়ে বীজ শোধন করলে ছত্রাকজনিত রোগ থেকে চারা গাছ রক্ষা পাবে।
অংকুরোদগম : বীজ ১০-১২ ঘন্টা পানিতে ভিজিয়ে নিতে হবে। পানি ছেকে বীজগুলো ভিজা সুতির কাপড়ে ২-৩ দিন বেঁধে রেখে দিলে বীজের মুখ ফেটে অংকুর বের হবে। জমিতে পর্যাপ্ত জো থাকলে সরাসরি মাদা তৈরি করে বীজ বপন করে অংকুরোদগমনের কোন সমস্যা হবে না।
মূল জমি প্রস্তুতকরণ : ৪-৬ টি চাষ ও মই দিয়ে উত্তমরূপে জমি তৈরী করার পর ১০ হাত প্রস্থ ও ৭-৮ ইঞ্চি, উচু বেড তৈরী করতে হবে। প্রতি দুই বেডের মাঝে ১ হাত প্রস্থ নালা রাখতে হবে। বেডের মাঝে এক সারিতে পৌনে ১ হাত পরপর নির্দিষ্ট (১ ফুট x ১ ফুট x ১ ফুট) আকারের মাদা তৈরী করতে হয়। এছাড়াও স্থানীয় চাষাবাদ পদ্ধতি অনুযায়ী চাষ করে ভাল ফলন পাওয়া যাবে।
বীজ বপন ও চারা রোপন : বীজের পরিমাণঃ প্রতি একরে ৫০০ গ্রাম বীজের প্রয়োজন।
বীজ বপনের সময় : আগষ্ট- সেপ্টেম্বর এবং ডিসেম্বর - ফেব্রæয়ারী- মার্চ
রোপন দূরত্ব : সারি থেকে সারির দূরত্ব ১০ হাত এবং গাছ থেকে গাছের দূরত্ব সোয়া দুই হাত।
সেচ ব্যবস্থাপনা : মিষ্টি কুমড়া পানির প্রতি খুবই সংবেদনশীল। বিশেষ করে ফল ধরার সময় জমিতে বা মাদায় পানিতে অভাব দেখা দিলে অথবা পানি জমে থাকলে শতকরা ৯০ ভাগ ফল ঝরে পরার সম্ভাবনা থাকে। কাজেই প্রয়োজন মোতাবেক সেচ দিতে হবে। মিষ্টি কুমড়ার জমিতে নালা তৈরী করে পানি সেচ দিতে হবে। জমিতে যেন পানি জমে না থাকে সে জন্য নিস্কাশনের ব্যবস্থা করতে হবে।

কৃত্রিম পরাগায়ন : সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষতিকর কীটনাশক দিয়ে আমরা অনেক উপকারি পোকা ধ্বংস করে ফেলছি এর ফলশ্রæতিতে প্রাকৃতিক/স্বাভাবিক পরাগায়ন বাধাগ্রস্ত হচ্ছে বিধায় মিষ্টিকুমড়ার ফলন বৃদ্ধিতে কৃত্রিম পরাগায়ন খুবই গুরুত্বপূর্ণ।
কৃত্রিম পারাগায়নে মিষ্টিকুমড়ার ফলন শতকরা ২৫ -৩০ ভাগ বৃদ্ধি পায়। তাই গাছে যখন ফুল ফোটা আরম্ভ হবে তখন পুরুষ ও স্ত্রী ফুৃলের মধ্যে কৃত্রিম পরাগায়ন করতে হবে ।
মনে রাখবেন কৃত্রিম পরাগায়ন সকাল ৭ টা থেকে ৯ টার মধ্যে স¤পন্ন করতে হবে, কারন মিষ্টিকুমড়ার ফুল সাধারণত সকালে ফুটে।
#KrishiteBangladesh
#কৃষিতেবাংলাদেশ

Комментарии

Информация по комментариям в разработке