Baul Shah Abdul Karim | শাহ আবদুল করিম | 15 Feb, 1916 - 12 Sep 2009 | Documentary | Eagle Music

Описание к видео Baul Shah Abdul Karim | শাহ আবদুল করিম | 15 Feb, 1916 - 12 Sep 2009 | Documentary | Eagle Music

১০২ তম জন্মবার্ষিকীতে 'বাউল সম্রাট' শাহ আব্দুল করিমকে স্মরন করে ঈগল মিউজিকের শ্রদ্ধাঞ্জলি। মরমি এই গীতিকবিকে ভিন্ন ভাবে স্মরন করছে দেশের বৃহৎ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান "ঈগল মিউজিক"। বাউল সম্রাট এর জীবন - কর্ম নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছে প্রতিষ্ঠানটি। গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন সঙ্গীত শিল্পী সারোয়ার শুভ।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান 'কচি আহমেদ' জানান, 'শাহ আব্দুল করিম' ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি অজস্র বাউল গান রচনা করেছেন। যা আজ সমান ভাবে জনপ্রিয়। তিনি তার জীবদ্দশায় রাষ্ট্রীয় ভাবে সম্মাননা পেয়েছেন যার মধ্যে "একুশে পদক" অন্যতম। আমরা তার জীবন কর্ম প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে সচেষ্ট। আর তাই আমরা মরমি এই কবিকে শ্রদ্ধা জানাতেই তার জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবন এবং কর্ম নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছি, যার মাধ্যমে এখনকার তরুন সমাজ বাউল সম্রাট সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবে। আমরা বাউল গানের এই সাধক কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

এ প্রসঙ্গে বাউল পুত্র 'শাহ নুর জালাল করিম' এর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, বাবা কে নিয়ে এরকম সুন্দর একটি পরিকল্পনা নিঃসন্দেহে অনেক ভাল একটি উদ্যোগ । এই ডকুমেন্টারিটি তৈরির কাজে সঙ্গীত শিল্পী সারোয়ার শুভ আমাদের বাড়ীতে এসেছিলেন। এরকম সুন্দর একটি উদ্যোগের জন্য আমার পক্ষ থেকে 'ঈগল মিউজিক'-কে ধন্যবাদ। তারা তাদের এই চেষ্টায় প্রসংশার দাবি রাখে।

১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভাটির জনপদ সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের কালনী নদীর তীরে অবস্থিত ধলআশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন এই গুণী শিল্পী।
বাবা ইব্রাহিম আলী ও মা নাইওরজান বিবি। 'বাউল সম্রাট শাহ আবদুল করিম' তার গানের মাধ্যমে গ্রামীণ জনপদের মানুষের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনার কথা তুলে ধরেছেন।

‘বন্দে মায়া লাগাইছে,’ ‘গাড়ি চলে না চলে না, চলে না রে’, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’, ‘আমি কুলহারা কলঙ্কিনী’ সহ অসাধারণ সব গানের জনক শাহ আবদুল করিম। ‘বাউলসম্রাট’ খ্যাত এই শিল্পীর গোটা জীবন কেটেছে গানের সঙ্গে।
ব্যক্তি জীবনে লোভ লালসা ও পদ-পদবীর প্রতি নির্লোভ এ মানুষটি তার অবদানের স্বীকৃতি স্বরূপ একুশে পদক, মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননাসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

Subscribe us on YouTube
   / eaglemusicvideostation  
   / eaglemusicbdofficial  
   / eaglechottocinema  
   / eaglemusiccity  
   / eaglemovies  
   / eagledrama  

Like us on Facebook
  / eaglemusicbd  

Follow us on Instagram
  / eagle.music  

Follow us on Twitter
  / eaglemusicbd  

Official Website of Eagle Music
http://eaglemusicbd.com

Комментарии

Информация по комментариям в разработке