Debabrata Biswas LIVE in the 1970s–Pt 38 (আষাঢ় সন্ধ্যায় দেবব্রত– আষাঢ় কেন্দ্রিক দশটি রবিগানের সংকলন)

Описание к видео Debabrata Biswas LIVE in the 1970s–Pt 38 (আষাঢ় সন্ধ্যায় দেবব্রত– আষাঢ় কেন্দ্রিক দশটি রবিগানের সংকলন)

প্রকাশিত হল ‘৭০-এর দশকে জর্জদা’-র অষ্টাত্রিংশতিতম পর্ব। এই পর্বে রইলো দেবব্রত বিশ্বাসের কণ্ঠে দশটি রবীন্দ্রসঙ্গীত, যেগুলি যে কেবল প্রকৃতি পর্যায়ের অন্তর্গত বর্ষা কেন্দ্রিক, তাই নয়, এই গানগুলি বিনি সুতোর হারে বাঁধা একটি শব্দে – আষাঢ়। দেবব্রত বিশ্বাসের আপামর ভক্তবৃন্দ জানেন ‘আষাঢ়’ শব্দটি দেবব্রত বিশ্বাসের কণ্ঠে কি ব্যঞ্জনা আনে। আষাঢ়ের সেই দ্যোতনা ধরা রইল পিতৃপ্রতিম শ্রী অধীপ চৌধুরী মহাশয়ের কাছ থেকে প্রাপ্ত এই দশটি বর্ষণসিক্ত রবিগানে।

এই অবসরে আমার শ্রোতা-বন্ধুদের কাছে আরেকটি সংবাদ পৌঁছে দিতে চাই। ২৩শে অগাস্ট, দেবব্রত বিশ্বাসের ১১৩তম জন্মদিন, আর এক মাস পরেই। সেই উপলক্ষে পুনা-র সাংস্কৃতিক সংস্থা ‘উপাসনা গ্লোবাল’ দেবব্রত বিশ্বাসের জন্মদিন পালন করবেন কলকাতার বুকে ২৫শে অগাস্ট। উপাসনা গ্লোবালের কর্ণধার শ্রীমতী শর্মিলা মজুমদারের সঙ্গে এই মহতী উদ্যোগে যুক্ত হয়েছি আমিও। উক্ত অনুষ্ঠানে দেবব্রত বিশ্বাসের একাধিক ছাত্র-ছাত্রীরা যেমন উপস্থিত থাকবেন, তেমনই থাকবেন জর্জদার স্নেহধন্য বেশ কিছু মানুষজন। তাই সঙ্গীতে, স্মৃতিচারণায় মন্দ্রিত হবে সভাঘর।

অনুষ্ঠান সম্পর্কিত আরও তথ্য বিশদে আমার পরবর্তী আপলোডে থাকবে।

নমস্কারান্তে,
জয়ন্তানুজ ঘোষ
১৪ই জুলাই, ২০২৩

Комментарии

Информация по комментариям в разработке