Piriti Ei jogote jati koler dhar dhare na (পিরিতি এই জগতে জাতি কুলের ধার ধারে না)

Описание к видео Piriti Ei jogote jati koler dhar dhare na (পিরিতি এই জগতে জাতি কুলের ধার ধারে না)

গান:পিরিতি এই জগতে জাতি কুলের ধার ধারে না।
গীতিকার ও সুরকার: কানাই শীল।

বাদ্যযন্ত্র:উকুলেলে (Dotara Style)

লিরিক্স:পিরিতি এই জগতে জাতি কুলের ধার ধারেনা
হায়গো
যার সনে যার মন মইজাছে
সে কিন্ত তারে ছারেনা।
পিরিতি এই জগতে জাতি কুলের ধার ধারেনা।।
এক জাতের লতা আছে
বাইয়া ওঠে সে গাছে
হায়গো গাছ মরিলে লতাও মরে
তবুও লতায় গাছ ছাড়েনা।।
দ্যাখো চাতকের রীতি
মেঘের সনে তার পিরিতি ।
ও সে পানির জন্য মইরা গেলেও
অন্য পানি পান করেনা।।
ঝিনুকে মুক্তো হলে সেই ঝিনুক আর মুখ খোলেনা
ওসে গভীর জলে ডুইবা থাকে
কিনারেতে আর আসেনা।।।

Комментарии

Информация по комментариям в разработке