Ershad Biography........checkout my channel for more biography videos :))
হুসাইন মোহাম্মদ এরশাদের জীবনী | Hussain Muhammad Ershad Biography | Ershad Photos | Ershad Interview
জেনারেল হুসাইন মুহাম্মদ এরশাদের জীবনী
রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা দেন
উপজেলা ব্যবস্থার প্রবক্তা
শুক্রবারে রাষ্ট্রীয় ছুটি ঘোষনা
হাইকোর্টের বেঞ্চ বিকেন্দ্রীকরণ
দুর্নীতির বিস্তার
নির্বাচনে কখনো হারেননি
জন্ম:
১৯৩০ সালের ১লা ফেব্রুয়ারি তারিখে তিনি দিনহাটা শহর, কোচবিহার জেলা, জলপাইগুড়ি বিভাগ, পশ্চিমবঙ্গ রাজ্য, ভারতে জন্মগ্রহণ করেন।
শিক্ষাগত যোগ্যতা:
তিনি রংপুর জেলায় শিক্ষাগ্রহণ করেন এবং ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
১৯৫১ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর অফিসার্স ট্রেনিং স্কুলে (কোহাটে অবস্থিত) যোগ দেন এবং ১৯৫২ সালে কমিশনপ্রাপ্ত হন।
ব্যক্তিগত জীবন :
এরশাদ ১৯৫৬ সালে রওশন এরশাদকে বিয়ে করেন।তাঁদের এক ছেলে রয়েছে - রহগীর আল মাহি শাদ এরশাদ।শাদ বিয়ে করেছেন আর্মিম খানকে। আর্মিম খান বাংলাদেশের ২৪টি ব্যবসায়ী পরিবারের মধ্যে অন্যতম একজন ব্যবসায়ী এম আর খানের নাতনী।
২০০০ সালে এরশাদ বিদিশাকে বিয়ে করেন। পরে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়।
তাঁদের একটি ছেলে রয়েছে যার নাম এরিক এরশাদ।
আরমান এরশাদ ও জেবিন নামে এক ছেলে ও এক মেয়েকে এরশাদ পালক নিয়েছিলেন।
তিনি ১৯৭০ সালে ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক ও ১৯৭১ - ১৯৭২ সালে ৭ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন।
মুক্তিযুদ্ধে ভূমিকা:
১৯৭১ সালের ২৫ মার্চ মুক্তিযুদ্ধ শুরুর সময় এরশাদ ছুটিতে রংপুর ছিলেন। কিন্তু, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে তিনি পাকিস্তান চলে যান। পাকিস্তান থেকে আটকে পড়া বাঙালিরা যখন ১৯৭৩ সালে দেশে ফিরে আসে তখন তিনিও প্রত্যাবর্তন করেন।
২৪ মার্চ ১৯৮২ সালে এরশাদ রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের নির্বাচিত সরকারকে হটিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেন।
অর্জনসমূহ:
এরশাদ দেশে উপজেলা পদ্ধতি চালু করেন এবং ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
তিনি সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে অন্তর্ভূক্ত করেন
১৯৮৬ সালের নির্বাচন:
১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন এবং এই দলের মনোনয়ন নিয়ে ১২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ে ১৯৮৬ সালে পাঁচ বছরের জন্য দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামী লীগ ও জামায়াত এই নির্বাচনে অংশগ্রহণ করে যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচন বয়কট করে।
১৯৮২ সালে এরশাদ সরকার দেশ একটি ঔষধ নীতি প্রণয়ন করে। এর ফলে ঔষধের দাম কমে আসে।
বিরোধী দলের আন্দোলনের মুখে রাষ্ট্রপতি ৭ ডিসেম্বর ১৯৮৭ সালে এই সংসদ বাতিল করেন। ১৯৮৮ সালের সাধারণ নির্বাচন সকল দল বয়কট করে। এরশাদের স্বৈরাচারের বিরূদ্ধে দেশের জনগণকে সাথে নিয়ে সকল বিরোধী দল সম্মিলিতভাবে আন্দোলনের মাধ্যমে তাকে ৬ ডিসেম্বর ১৯৯০ সালে ক্ষমতা থেকে অপসারণ করে।
৯১-পরবর্তী জীবন:
ক্ষমতা হারানোর পর এরশাদ গ্রেফতার হন এবং ১৯৯৬ খ্রিষ্টাব্দে আওয়ামী লীগ ক্ষমতায় না আসা পর্যন্ত কারারুদ্ধ থাকেন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে তিনি কারাগার থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং রংপুরের পাঁচটি আসন থেকে নির্বাচিত হন।
মৃত্যু:
শারীরিক অসুস্থতার কারণে ২০১৯ সালের ২৬ জুন তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ৪ জুলাই তাঁকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। তিনি ২০১৯ সালের ১৪ জুলাই সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি রক্তে ইউরিয়া, হিমোগ্লোবিনের স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনি জটিলতায় ভুগছিলেন।
=============Tags=============
hussain muhammad ershad,হুসাইন মোহাম্মদ এরশাদ
ershad,ershad death,এরশাদের মৃত্যু,বিদিশা,রওশন এরশাদ,এরিক এরশাদ,এরশাদের সন্তান,সাদ এরশাদ,এরশাদের বাড়ী,ershad house,ershad lifestyle,ershad speech,ershad interview,nur hossai,এরশাদের ভাষণ,hussain muhammad ershad wife,hussain muhammad ershad gaan,bangla,bangla biograpgy,jiboni,ershad er jiboni,hussain muhammad ershad bangla,hussai muhammad ershad age,hussain muhammad ershad died,hussain muhammad ershad jivani,joboni,jivani,hussain muhammad ershad lifestyle,hussain muhammad ershad bhashan,ershad bhashan,ershad er jibon,hussain muhammad ershad family,hussain muhammad ershad 1988,1988 election bangladesh,bd,hussain muhammad ershad 1991,নূর হোসেন,গণ অভ্যূত্থান,এরশাদ গ্রেফতার,এরশাদ নির্বাচন,ershad arrested,ershad liberation war,মুক্তিযুদ্ধে এরশাদ,জেনারেল হুসাইন মুহাম্মদ এরশাদ,হুসসাইন মুহাম্মদ এরশাদ সেনাবাহিনী,এরশাদের ছবি,এরশাদের পুরান ছবি,ershad photos,ershad old photos,hussain muhammad ershad photos,photographs,rare photographs,,hussain muhammad ershad jeevan kahini,ershad,ershad in jail,ershad arrest,ershad 2014 election,ershad election,জাতীয় পার্টি,এরশাদের ভাই
Source:WIkiepedia
Информация по комментариям в разработке