এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে মানুষ দিয়া ফুটাইলো ফুল || কবি জালাল উদ্দীন খাঁ ||Golam Fazlul Sarkar

Описание к видео এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে মানুষ দিয়া ফুটাইলো ফুল || কবি জালাল উদ্দীন খাঁ ||Golam Fazlul Sarkar

#sujanmedia #baulgaan #newbaulgaan #jalalgeeti
এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে মানুষ দিয়া ফুটাইলো ফুল || কবি জালাল উদ্দীন খাঁ ||Golam Fazlul Sarkar

এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে
মানুষ দিয়ে ফুটাইল ফিল
আদমকে নিষেধ করে গন্দম খেওনা
গন্দম কে হুকুম দিল পিছু ছেড়না ;
বুঝিতে আজ তার বাহান
সংসারে এই গন্ডগোল||

যে গন্দম খেয়ে আদম হইলো গুনাহগার
আজ পর্যন্ত আমরা সবে করতেছি আহার;
হয়রত আদম হাওয়া সে গন্দম
এই হলো কথা মূল ||

হাওয়া গন্দম ছিড়ে যখন বেহেস্তখানায়
তিন ফোটা খুন জারি তখন হয়ে যায়;
একফোটা দিয়া মানুষ গড়িয়া
ভরেছে দুনিয়ার কোল ||

গন্দমের আঠা দিয়া বানায়ে লাল কালি
ছাফাখানার ঘরে কোরান দিতাছে তালি;
আসল কিথা যদি বলি
মুনসি মোল্লা কয় বাতুল ||

গন্দমের বাহানা করে পাঠায় সংসারে
মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে;
কোরান ছাপায় কোরান ধরে
লাগছে বিশম হুলস্থুল ||

জালাল উদ্দীন ভাবতে ভাবতে হয়ে পেরেশান
গন্দম গাছের তলে গেলো পাইয়া ময়দান;
গিয়ে তথায় পড়িয়ে ঘুমায়
নেশার ঝোকে ভাঙ্গেনা ভুল ||

Комментарии

Информация по комментариям в разработке