যেভাবে ড্রোন দিয়ে বৃষ্টি নামিয়েছিল দুবাই | UAE Makes Artificial Rain With Drones | Artificial Rain Dubai | ড্রোন থেকে কৃত্রিমভাবে বৈদ্যুতিক চার্জ ব্যবহার করে আবহাওয়াকে পাল্টে দেন তারা। ফলে মরুর দেশটিতে দেখা মেলে বৃষ্টির। বলা চলে, জোর করেই বৃষ্টি নামিয়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাতের অফিশিয়াল ভিডিও প্রকাশ করেছেন দুবাইয়ের আবহাওয়া কর্মকর্তারা।
বিজ্ঞানীরা নতুন যে প্রক্রিয়ায় কৃত্রিম বৃষ্টি নামিয়েছেন, সেটি নতুন সম্ভাবনা তৈরি করছে গোটা বিশ্বের জন্য। সিবিএস নিউজের এক প্রতিবেদন বলছে, আগের প্রক্রিয়াগুলোর মতো পরিবেশের উপর বেশি প্রভাব না ফেলেই অনাবৃষ্টি কমাতে সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে নতুন প্রক্রিয়াটি।
সংযুক্ত আরব আমিরাতে প্রতি বছর প্রায় চার ইঞ্চি বৃষ্টিপাত হয়ে থাকে। সরকার আশা করছে, মেঘে বিদ্যুত চার্জ ব্যবহারের মাধ্যমে বৃষ্টি তৈরি করলে তা বছরে কিছু তাপদাহ কমাতে ভূমিকা রাখবে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ রিডিংয়ের গবেষকদের তথ্য অনুসারে, সংযুক্ত আরব আমিরাতের বিজ্ঞানীরা ড্রোন ব্যবহার করে ঝড় তৈরি করেছেন প্রথমে, যা বিদ্যুতের মাধ্যমে মেঘে আঘাত হানে, এতে শুরু হয় ভারী বৃষ্টিপাত। বলে রাখা ভালো, গরম প্রধান দেশে হালকা বৃষ্টিপাতে বৃষ্টির ফোঁটা অনেক সময় মাটিতে পড়ার আগেই বাষ্প হয়ে যায়।
যুক্তরাজ্যে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মানসুর আবুলহোল মে মাসে ইউনিভার্সিটি অফ রিডিং সফরকালে বলেন, “ভেবে ভালো লাগছে, যে বৃষ্টিপাত প্রযুক্তি আজ আমি দেখেছি, তা এখনও তৈরি হচ্ছে, হয়তো কোনোদিন এটি দেশগুলোকে সংযুক্ত আরব আমিরাতের মতো জল দুর্লভ পরিবেশে সমর্থন করবে।” ওই সময় নতুন প্রযুক্তিটি কীভাবে কাজ করে তা দেখানো হয়েছিল তাকে।
অন্যদিকে, ইউনিভার্সিটি অফ রিডিংয়ের ভাইস চ্যান্সেলর রবার্ট ব্যান ডে নুর্ট বলেন, “অবশ্যই আমাদের আবহাওয়াকে বদলে দেওয়ার সক্ষমতা প্রাকৃতিক শক্তির তুলনায় নগন্য। বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাজ করার মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ প্রভাবগুলো সম্পর্কে বোঝা এবং তা ঠেকাতে বিশ্ববিদ্যালয় হিসেবে যে আমাদের বড় ভূমিকা পালন করতে হবে, সে ব্যাপারে আমরা সচেতন।”
বিশ্বে প্রথম কৃত্রিম ভাবে বৃষ্টি নামালো দুবাই, Artificial Rain Dubai, How Dubai is Making Artificial Rain, Heavy rains lash UAE, Dubai, UAE Makes Artificial Rain With Drones, দুবাই কৃত্রিমভাবে ড্রোন এবং বিদ্যুৎ দিয়ে বৃষ্টির ঝড় তৈরি করছে, কৃত্রিম বৃষ্টি কিভাবে সম্ভব, Science and Culture, কৃত্রিম ভাবে বৃষ্টি নামালো দুবাই, ড্রোন দিয়ে কৃত্রিম বৃষ্টি দুবাইয়ে, How Dubai is Making Artificial Rain Cloud Seeding, artificial rain in dubai 2022, dubai rain drone, artificial rain technology, uae artificial rain, cloud seeding dubai 2021, artificial rain in dubai 2020, how to make artificial rain at home, dubai making, ড্রোন দিয়ে বৃষ্টি দুবাই, দুবাই ড্রোন ব্যবহার করে এবার কৃত্রিম উপায়ে বৃষ্টি, কৃত্রিম বৃষ্টি, Cloud seeding, মেঘ বৃষ্টি, বৃষ্টির বর্ণনা, বৃষ্টি পাত, অতি বৃষ্টি কাকে বলে, বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়, বৃষ্টি না হওয়ার কারণ, Bristi,
বিভিন্ন আজব ও বিস্ময়কর সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুনঃ
Информация по комментариям в разработке