তারেকের সাথে বেনজীরের যোগাযোগ- কিসের আলামত?

Описание к видео তারেকের সাথে বেনজীরের যোগাযোগ- কিসের আলামত?

আলোচিত-সমালোচিত সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের সঙ্গে লন্ডনে পলাতক তারেক রহমানের যোগাযোগের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সূত্র বলছে, অবসর গ্রহণের একাধিকবার তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন বেনজীর আহমেদ। এছাড়াও তারেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেকের সঙ্গে তার ১৭ বার কথোপকথনের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু তাই না, লন্ডনে অর্থাৎ তারেক রহমানের কাছে মোটা অংকের টাকা ঘুষ হিসেবে পাঠিয়েছেন সাবেই এই পুলিশ প্রধান।

প্রশ্ন উঠেছে, কেন লন্ডনে পালিয়ে থাকা তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করছেন বেনজীর আহমেদ?

জানা গেছে, বিএনপি যদি কোনো সময় ক্ষমতায় আসে তখন যেন বেনজীরের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে প্রশ্ন না তোলা হয় এবং কোনরকম হেনস্থার শিকার না করা হয়। মূলত, নিজের আলিশান ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে তারেক রহমানকে হাত করার জন্যই মোটা অংকের ঘুষ দিয়েছেন বেনজীর। তবে এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে অনুসন্ধান করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

সূত্র বলছে, পুলিশের মহাপরিদর্শক হিসেবে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের বিষয়টি জানাজানি হওয়ার আগে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এম এ মালেকের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করেন বেনজীর। মালেক তারেক জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশ থেকে যে সমস্ত অর্থ পাচার হয়ে লন্ডনে তারেকের কাছে যায় তা ঠিকভাবে পৌঁছে দেওয়ার দায়িত্বটি পালন করে থাকেন এই মালেক। এ বছর জানুয়ারি মাসের পর থেকে এম এ মালেকের সঙ্গে বেনজীরের ১৭বার কথোপকথন হয়েছে।

এদিকে রাষ্ট্রের কর্মচারী হয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়া বেনজীরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বেনজীর তার জ্যেষ্ঠতা ও মেধা নিয়ে আইজিপি হয়েছে। সেই সুযোগ লাগিয়ে যদি কোনো অপকর্ম করেন, সেই অপকর্মের দায় তাকেই নিতে হবে। বিচারের সম্মুখীন তাকে হতে হবে।

ইতোমধ্যেই বেনজীরের ব্যাংক একাউন্টসহ যাবতীয় সম্পত্তি জব্দ করেছে সরকারের দায়িত্বশীল সংস্থা। অন্যদিকে অবৈধ সম্পদ রক্ষা করার জন্য তারেক রহমানের শরণাপন্ন হয়েছেন দুর্নীতিবাজ বেনজীর আহমেদ। যা কোনোভাবেই ভালো ইঙ্গিত বহন করে না।

BanglaNewsBank
==========================================
http://banglanewsbank.com/
for New Video News and Bangladeshi political Update
Please Check Outer Facebook and Website
Facebook:-   / banglanewsbank  
Website :- http://banglanewsbank.com/
==========================================

Комментарии

Информация по комментариям в разработке