History of Barguna District, Bangladesh, Bangla Documentary
#historyofbargunadistrict #bangladesh #bangladocumentary
আমাদের আজকের আয়োজন বরগুনা জেলা । ১৯৬৯ সালে বরগুনা পটুয়াখালী জেলার অধীনে একটি মহকুমা হয় ।১৫ ফাল্গুন ১৩৮৯ বঙ্গাব্দে (১৯৮৪ সাল) দেশের প্রায় সকল মহকুমাকে জেলায় উন্নীত করা হলে বরগুনা জেলায় পরিণত হয়।
বরগুনা জেলার উত্তরে ঝালকাঠী,বরিশাল,পিরোজপুর ও পটুয়াখালী জেলা, দক্ষিণে পটুয়াখালী জেলা ও বঙ্গোপসাগর, পূর্বে পটুয়াখালী জেলা, পশ্চিমে পিরোজুর ও বাগেরহাট বরগুনার ভূকন্ডটির চারপাশে ঘিরে আছে অসংখ্য নদ-নদী আর খাল। পদ্মা, মেঘনা, আড়িয়াল খাঁ ও মধূমতি নদীর অববাহিকায় অবিস্থিত বরগুনা জেলা। বরগুনার প্রকৃতি নদী আর সাগর নির্ভর। জেলার প্রধান নদ-নদী হচ্ছে পায়রা, বিষখালী, বলেশ্বর ও হরিণঘাটা। এছাড়া খাকদোন, টিয়াখালী নদী, টিয়াখালী দোন, বগীরখাল, বেহুলা নদী, চাকামা্ইয়া দোন, নিদ্রাখাল, আমতলী নদী ইত্যাদি জেলার প্রধান নদী ও খাল। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে কমপক্ষে ৩০০ টি প্রাকৃতিক খাল রয়েছে। এ জেলায় মোট ১৬০ বর্গ কিলোমিটার নদী রয়েছে যা জেলার মোট আয়তনের ২২ ভাগ।
বরগুনা জেলা বাংলাদেশের দক্ষিণাংশে সমুদ্রের কোল ঘেষে সুগন্ধা,পায়রা ও হরিণঘাটা নদীর মোহনায় জেগে ওঠা ভূখন্ড। এ জেলার সমগ্র ভূখন্ড একদিন ছিল সুন্দরবন এলাকা। কালের বিবর্তনে মানুষ ক্রমে ক্রমে নানা প্রতিঘাতের মধ্য দিয়ে সুন্দরবন কেটে আবাদ শুরু করে জনপদ তৈরী করতে থাকে এবং তারই ফলশ্রুতিতে ১৯৩৯.৩৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নয় লক্ষাধিক অধিবাসী অধ্যুষিত ছয়টি উপজেলার সমন্বয়ে আজকের বরগুনা জেলা।
বরগুনা নামের ইতিহাসের সুনির্দিষ্ট কোন তথ্য না পাওয়া গেলেও জানা যায় যে, উত্তরাঞ্চলের কাঠ ব্যবসায়ীরা এতদ্ঞ্চলে কাঠ নিতে এসে খরস্রোতা খাকদোন নদী অতিক্রম করতে গিয়ে অনুকুল প্রবাহ বা বড় গোনের জন্য এখানে অপেক্ষা করত বলে এ স্থানের নাম বড় গোনা। কারো মতে আবার স্রোতের বিপরীতে গুন(দরি)টেনে নৌকা অতিক্রম করতে হতো বলে এ স্থানের নাম বরগুনা । কেউ কেউ বলেন , বরগুনা নামক কোন প্রতাপশালী রাখাইন অধিবাসীর নামানুসারে বরগুনা । আবার কারো মতে বরগুনা নামক কোন এক বাওয়ালীর নামানুসারে এ স্থানের নামকরণ করা হয় বরগুনা ।
বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কুলঘেষা জেলা বরগুনা । ভাষাগত দিক দিয়ে এ জেলার মানুষ স্বাভাবিক বাংলা ভাষা ছাড়া নিজস্ব আঞ্চলিক ভাষায় কথা বলেন । এ জেলায় চার ধর্মের লোক বাস করেন । মুসলমান ও হিন্দু সর্বত্র, রাখাইন (বৌদ্ধ) আমতলী উপজেলা তালতলী ও বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নে এবং বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠীতে খ্রীস্টান ধর্মের লোক বসবাস করেন ।এরা সকলেই আঞ্চলিক ভাষায় কথা বলেন। অধিকন্তু রাখাইন সম্প্রদায়ের জনসাধারণ তাদের নিজেদের মাঝে নিজস্ব আরাকাইন ভাষায় কথা বলে ।
লোক সংস্কৃতি: এসময়ে অধিকাংশ মানুষের মধ্যে ছিল লোক সংস্কৃতিরচর্চা। আর এই লোক সংস্কৃতির বিষয়বস্ত্ত ছিল সুখ-সমৃদ্ধি আর প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে। লোক সংগীতে এলাকার মানুষের সহজ-সরল প্রকৃতি এবং আদর আপ্যায়নের চিত্রও ফুটে ওঠে।
দর্শনীয় স্থান : বেতাগীতে বিবি চিনি মসজিদ, লতলীর বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ একাডেমী, পাথরঘাটার হড়িণঘাটার লালদিয়া সমুদ্র সৈকত, সোনাকাটা সমুদ্র সৈকত ও সোনাকাটা ইকোপার্ক, ফাতরার বন, বিহঙ্গ দ্বীপ বা ধানসিড় চর, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, নলবুনিয়া, তালতলী
যোগাযোগ ব্যবস্থা : ঢাকা হতে সড়ক পথ ও নৌ পথ উভয় পথেই বরগুনা জেলা যাওয়া যায়। বরগুনা সদর থেকে সড়ক পথে পায়রা,লেবুখালী ও কির্তনখোলা নদী ফেরী পারাপারের মাধ্যমে পটুয়াখালী হয়ে বরিশাল বিভাগীয় শহরে পৌছান যায়। বরগুনা ও ঝালকাঠীর মাঝে নৌ-পথে যোগাযোগ বিদ্যমান। বরগুনা জেলা হতে বরিশাল এবং খুলনা বিভাগীয় শহরে পৌঁছে দেশের যেকোন স্থানে যাওয়া সম্ভব।
খেলাধুলা ও বিনোদন : জেলার উল্লেখযোগ্য খেলা গুলো হচ্ছে ফুটবল, সাঁতার, ক্রিকেট, ভলিভল, হ্যান্ডবল, লনটেনিস, টেবিল টেনিস, ও কাবাডি । বরগুনা জেলা সদরে ১ টি স্টেডিয়াম এবং উপজেলা পরিষদ সংলগ্ন খেলার মাঠ ও সরকারি কলেজ, মহিলা কলেজ, জেলা স্কুল, সরকারি গার্লস স্কুলে মাঠ রয়েছে। এ ছাড়া বরগুনা জেলাধীন ০৫ টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট ৩০ টি খেলার মাঠ রয়েছে। এ সব মাঠ গুলতে বিভিন্ন সময়ে বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে আয়োজিত খেলাধুলা অনুষ্ঠিত হয়ে থাকে । বরগুনা জেলার সংস্ক্রিতিক সংগঠন গুলো বিভিন্ন পালা গান ও যাত্রাপালার আয়োজন করে থাকে।
------------------------------------------------------------------
Channel Link : / lalsobuj
------------------------------------------------------------------------------------
0:00-0:30 An intro to video
0:31-9:57 Main video
09:58-10:21 video in action
----------------------------------------------------------------
বরগুনা জেলার ইতিহাস, বাংলাদেশ, বাংলা তথ্যচিত্র; History of Barguna District, Bangladesh, Bangla Documentary; barguna district thana list;barguna news;barguna map;amtali barguna;patharghata barguna;barguna sadar upazila;tourist place in barguna;amtali;barguna sadar upazila map;barguna 1;barguna tourist spot;barguna 2;bamna barguna;barguna police;barguna weather;betagi;dhaka to barguna distance;barguna map;barguna post code;barguna population
~-~~-~~~-~~-~
Please watch: "(47) Amazing Places to Visit in Shariatpur District "
• Amazing Places to Visit in Shariatpur Dist...
~-~~-~~~-~~-~
Информация по комментариям в разработке