মাদিনায় বাগান থেকে খেজুর কি ভাবে কিনবেন? | মদিনার খেজুর বাগান | Emrul Kausar Emon |

Описание к видео মাদিনায় বাগান থেকে খেজুর কি ভাবে কিনবেন? | মদিনার খেজুর বাগান | Emrul Kausar Emon |

মদিনার খেজুর বাগান

আপনারা যারা ওমরাহ বা হজ্ব করতে এসে পরিবার পরিজনের জন্য ভালো মানের খেজুর কিনতে চান তাদের জন্য এই ভিডিটি অনেকটাই কাজে দেবে।

মদীনা শহরের চারপাশের যে খেজুর বাগানগুলো রয়েছে সেখান থেকে সংগ্রহ করতে পারেন মান সম্মত খেজুর। বিশেষ করে ওহুদ পাহাড়ের সামনের যে বাগানগুলো রয়েছে সেগুলোতে খেজুরের মান অনেকটাই ভালো।

খেজুরের এই স্টোরগুলোতে অধিকাংশ খেজুরের দুটি ধরণ রয়েছে। একটি ভালো মানের আর অপরটি তুলনামূলক কম মানসম্পূন্ন। প্রতিটির দামেও রয়েছে বিস্তর ফারাক। আর অবশ্যই খেজুরের নাম না জানলে আগে তাদের কাছে জেনে নিতে হবে। কথা বলার সময় ভাষাগত সমস্যা হতে পারে। তবে ইংরেজি না জানলে অধিকাংশ স্টোরেই হিন্দি বা উর্দুতে কথা বলতে পারবেন।

পন্য কেনার সময় আপনার লাগেরে ওজন কত? আর কি পরিমান ওজন বহন করতে পারবেন সেটা অবশ্যই যাচাই করতে হবে। তা না হলে এয়ারপোর্টে অতিরক্ত টাকা দিতে হবে। এবং অনেক বেশি হয়রানি হতে হবে। কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত পন্য সেখানে ফেলে রেখেেআসতে হতে পারে।

Комментарии

Информация по комментариям в разработке