লাম্পি স্কিন ডিজিজ এর বিস্তার ও করনীয়। (Spread of Lumpy Skin Disease-Part 04)

Описание к видео লাম্পি স্কিন ডিজিজ এর বিস্তার ও করনীয়। (Spread of Lumpy Skin Disease-Part 04)

আলোচনার_বিষয়_লাম্পি_স্কিন_ডিজিজ

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অংশে লাম্পি স্কিন ডিজিসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। লাম্পি স্কিন জিজিস হল ভাইরাসজনিত চর্মরোগ যা শুধুমাত্র গবাদিপ্রাণিকে (মূলত গরু ও মহিষ) আক্রান্ত করে এবং এই রোগের সাথে বাণিজ্যিক ও প্রান্তিক ডেইরী খামারীদের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি জড়িত। লাম্পি স্কিন ডিজিসের প্রাদুর্ভাব এর উপর বিশেষ গুরুত্বারোপ করে আডার হেলথ বাংলাদেশ এ পর্যায়ে খামারী ও ফিল্ড ভেটেরিনারিয়ানদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে আবারও প্রাসঙ্গিক আলোচনা ও নির্দেশনা নিয়ে সরাসরি কথা বলার জন্য ৪র্থ পর্বের ফেইসবুক ও ইউটিউবে লাইভ অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে।

এ পর্যায়ে আডার হেলথ বাংলাদেশের পক্ষ থেকে আলোচনাতে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডাঃ মোহাম্মদ রেয়াজুল হক (জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চট্টগ্রাম); অধ্যাপক ড. মোঃ আহসানুল হক (ইপিডেমিওলজি, মেডিসিন ও সার্জেরি বিভাগ, সিভাসু ও আডার হেলথ বাংলাদেশ) এবং ডাঃ মোঃ নূরুল আমীন (কনসালটেন্ট, রেনাটা লিমিটেড, ঢাকা ও আডার হেলথ বাংলাদেশ)। অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে থাকবেন, আডার হেলথ বাংলাদেশের সমন্বায়ক অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান (সিভাসু)। উক্ত লাইভ অনুষ্ঠানে আগ্রহীদের সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য।

আলোচনার বিষয়ঃ লাম্পি স্কিন ডিজিজ

আলোচকবৃন্দঃ
১। ডাঃ মোহাম্মদ রেয়াজুল হক (জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চট্টগ্রাম)
২।অধ্যাপক ড. মোঃ আহসানুল হক (ইপিডেমিওলজি, মেডিসিন ও সার্জেরি বিভাগ, সিভাসু ও আডার হেলথ বাংলাদেশ
৩। ডাঃ মোঃ নূরুল আমীন (কনসালটেন্ট, রেনাটা লিমিটেড, ঢাকা ও আডার হেলথ বাংলাদেশ)

সঞ্চালকঃ
অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান (মেডিসিন ও সার্জেরি বিভাগ, সিভাসু ও আডার হেলথ বাংলাদেশ)

অনুষ্ঠান আরম্ভের সময়ঃ সকাল ১১.৩০ টা, ২রা জুলাই, ২০২০ (বৃহস্পতিবার)

Follow us
Facebook: www.facebook.com/UdderHealthBangladesh/
Youtube:    / udderhealthbangladesh  
Email: [email protected]
Website: www.uhb.org.bd

#LSD
#Lumpy_Skin_Disease
#Udder_Health_Bangladesh

Комментарии

Информация по комментариям в разработке