আমি এত যে তোমায় ভালবেসেছি।।(Ami Eto Je Tomay Bhalobesechhi)।। রিন্টু দাশ অনিক।। আধুনিক গান।।

Описание к видео আমি এত যে তোমায় ভালবেসেছি।।(Ami Eto Je Tomay Bhalobesechhi)।। রিন্টু দাশ অনিক।। আধুনিক গান।।

Song : আমি এত যে তোমায় ভালোবেসেছি।।
Cover : Rintu Das Anik (রিন্টু দাশ অনিক)
সকলকে আমাদের YouTube চ্যানেল এ সুস্বাগতম 🥰
আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করেন তাদের কে অসংখ্য ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।।❤️

✅ Original Details :
গান : আমি এত যে তোমায় ভালবেসেছি।।(Ami Eto Je Tomay Bhalobesechhi)
তাল: কাহারবা (৮ মাত্রা)
কথা: শ্যামল গুপ্ত
সুর ও শিল্পী: মানবেন্দ্র মুখোপাধ্যায়

[আমি এত যে তোমায় ভালবেসেছি
তবু মনে হয় এ যেন গো কিছু নয়
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়]-২

তোমার কাজল চোখে
যে গভীর ছায়া কেঁপে উঠে ওই
তোমার অধরে ওগো
যে হাসির মধু মায়া ফুঁটে ঐ
তারা এই অভিমান বোঝে না আমার
বলে তুমি তো আমায় ভালবেসেছ
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়
কেন আরো ভালবেসে যেতে পারে না হৃদয়।

তুমি তো জানো না ওগো
তোমার প্রাণের ওই সুরের কাছে
আমার গানের বাণী
আহত পাখির মত লুটায়ে আছে
তবু এ মাধবী রাতে
আমায় যে মালা তুমি পড়ালে
যে মাধুরী দিয়ে মোর শূন্যজীবন তুমি ভরালে
তারা এ দীনতাটুকু দেখে না আমার
বলে তুমি তো আমায় ভালবেসেছো
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়
কেন আরো ভালবেসে যেতে পারে না হৃদয়।
আমি এত যে তোমায় ভালবেসেছি।।

✅ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য 🤍 😊

Комментарии

Информация по комментариям в разработке