যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন
“দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে দেশের ৮টি বিভাগের ৪৮ টি জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি চলছে freelancing course admission 2026
যোগ্যতাঃ
কমপক্ষে এইচএসসি বা সমমান পাশ এবং প্রশিক্ষণার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছর।
প্রশিক্ষণ ভাতাঃ
দৈনিক ২০০.০০ টাকা হারে ভাতা ও খাবারের ব্যবস্থা রয়েছে।
ক্লাসের সময়কালঃ ৩ মাস মেয়াদি সপ্তাহে ৬ দিনেই প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস করতে হবে। মোটঃ ৭৫ টি ক্লাসে ৬০০ ঘন্টা
কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে।
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি চলছে freelancing course admission 2026
এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’।
শুধুমাত্র উল্লেখিত এই ৪৮-টি জেলায় প্রশিক্ষণ প্রদান করা হবে
ঢাকা বিভাগঃ নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর
ময়মনসিংহ বিভাগঃ ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা
চট্টগ্রাম বিভাগঃ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া
রাজশাহী বিভাগঃ চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ
খুলনা বিভাগঃ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া
রংপুর বিভাগঃ রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়
বরিশাল বিভাগঃ বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা
সিলেট বিভাগঃ হবিগঞ্জ ও মৌলভীবাজার
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি চলছে freelancing course admission 2026
প্রকল্পের নাম
দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।
উদ্যোগী মন্ত্রণালয়
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বাস্তবায়নকারী সংস্থা
যুব উন্নয়ন অধিদপ্তর।
প্রকল্পের উদ্দেশ্য
কর্মপ্রত্যাশী যুবকদের জন্য ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান।
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের স্বনির্ভরতা অর্জনে সহায়তা।
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন।
লক্ষ্যমাত্রা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি চলছে freelancing course admission 2026
মোট ২৮,৮০০ জন শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীর জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা।
প্রশিক্ষণের সময়কাল
প্রতি ব্যাচ ৩ মাসব্যাপী, মোট ৬০০ ঘণ্টার প্রশিক্ষণ।
মহিলা প্রশিক্ষণার্থী
প্রতি ব্যাচে ন্যূনতম ৩০% মহিলা প্রশিক্ষণার্থী থাকতে হবে।
ক্লাসের সময়কাল
সপ্তাহে ৬ দিন, দৈনিক ৮ ঘণ্টা (সকাল ৯টা – বিকাল ৫টা)।
প্রশিক্ষণের বিষয়
(ক) কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (খ) ফ্রিল্যান্সিং (গ) বেসিক ইংলিশ (ঘ) ডিজিটাল মার্কেটিং (ঙ) সফটস্কিল ট্রেনিং (চ) স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ (ছ) গ্রাফিক্স ডিজাইন ও (জ) ভিডিও এডিটিং
অন্যান্য তথ্য
প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি/কম্পিউটার এর উপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ৩ মাস ব্যাপী সপ্তাহে ৬ দিন দৈনিক ৮ ঘন্টা প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
📌 নোটিশ বোর্ড
৫ম ব্যাচের ভর্তি চলছে
আবেদন শুরু
২০ নভেম্বর, ২০২৫
আবেদন শেষ
১৫ ডিসেম্বর, ২০২৫
লিখিত পরীক্ষার তারিখ
২০ ডিসেম্বর, ২০২৫
📄 View PDF
আবেদন করুন
যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রাদি (Eligibility & Requirements)
যোগ্যতা
শিক্ষিত, কর্মপ্রত্যাশী ১৮- ৩৫ বছর বয়সী যুব ও যুব মহিলা।
কমপক্ষে এইচএসসি বা সমমান পাশ।
বেসিক কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
নিজস্ব কম্পিউটার/ল্যাপটপ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্রাদি
জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদ।
সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি।
কমপক্ষে এইচএসসি বা সমমান পাশের সনদপত্র।
যুব উন্নয়ন প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি 2026
free online freelancing course 2026,
freelancing course, freelancing course bd 2025,
freelancing course in bangla,
jubo unnayan freelancing course,
free online freelancing course in bangladesh,
jubo unnayan free freelancing course,
digital marketing full course 2026,
freelancing, si freelancing lab,
roadmap for freelancing,
jubo unnayan freelancing 2025,
freelancing jobs, freelancing tips,
si freelancing lab training 2025,
freelancing exam questions,
jubo unnayan freelancing apply 2025,
ux/ui design freelancing
Информация по комментариям в разработке