আওয়ামী লীগে -বিএনপি নিজ দলিয়া দ্বন্দ্ব। BNP |Awami League | Manikganj

Описание к видео আওয়ামী লীগে -বিএনপি নিজ দলিয়া দ্বন্দ্ব। BNP |Awami League | Manikganj

কি হচ্ছে সিংগাইর আওয়ামী লীগে -বিএমনপি বিতরে।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সিংগাইর পৌরসভায় বিএনপি’র কমিটি ঘোষণা করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এসএ কবীর জিন্নাহ স্বাক্ষরিত এই দু’টি কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এই নবগঠিত মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ও পৌর বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে পদবঞ্চিত একাংশের বিএনপি, র নেতাকর্মীরা ও সাবেক এমপি ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’ উপজেলার চারিগ্রামস্থ বাসভবন চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বিএনপির মাজেও ২ টি পক্ষ হয়ে গছে।

এদিকে মানিকগঞ্জ ২ আসনের এমপি মমতাজ বেগমের ছারাও মানিকগঞ্জে ২ আসনে নমিনেশন দাবি করছে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীরা জানা গেছে ৯টি ইউনিয়নের চেয়ারম্যান টুলু সাথে যোগ দিয়েছে |

এদিকে হরিরামপুর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমানের সাথে এমপি মমতাজ এর সম্পর্ক ভালো যাচ্ছে না কিছুদিন আগে তাদের দুই গ্রুপের মারামারি হয়েছে সাইদুর রহমানো এবার আওয়ামী লীগ এমপি নমিনেশন প্রার্থী ।

সবকিছু মিলিয়ে আওয়ামী লীগে এবং বিএনপি'র দুই দলের মাঝে এখন গরম হাওয়া বইছে।
#awamileague #bnp #bangladesh #news #manikganj

Комментарии

Информация по комментариям в разработке