কবি হেলাল হাফিজের কবিতা, "বেদনাকে বলেছি কেঁদো না" । আবৃত্তিঃ মোঃ আব্দুর রহিম ( Md. Abdur Rahim )

Описание к видео কবি হেলাল হাফিজের কবিতা, "বেদনাকে বলেছি কেঁদো না" । আবৃত্তিঃ মোঃ আব্দুর রহিম ( Md. Abdur Rahim )

কবিতা: বেদনাকে বলেছি কেঁদো না
কবি: হেলাল হাফিজ
আবৃত্তিঃ মোঃ আব্দুর রহিম ( Md. Abdur Rahim )
-----------------------------------------------------------------------
আমাকে দুঃখের শ্লোক, কে শোনাবে ?
কে দেখাবে আমাকে, দুঃখের চিহ্ন কী এমন,
দুঃখ তো আমার... সেই জন্ম থেকে জীবনের
একমাত্র মৌলিক কাহিনী ।
আমার শৈশব বলে কিছু নেই
আমার কৈশোর বলে কিছু নেই,
আছে শুধু বিষাদের, গহীন বিস্তার ।
দুঃখ তো আমার হাত_ হাতের আঙুল_আঙুলের নখ
দুঃখের নিখুঁত চিত্র, এ কবির আপাদমস্তক ।
আমার দুঃখ আছে, কিন্তু আমি দুঃখী নই,
দুঃখ তো সুখের মতো নীচ নয়,
যে আমাকে দুঃখ দেবে ।
আমার একেকটি দুঃখ,
একেকটি দেশলাই কাঠির মতন,
অবয়ব সাজিয়েছে, ভয়ঙ্কর সুন্দরের
কালো কালো, অগ্নিতিলকে,
পাঁজরের নাম করে, ওসব সংগোপনে
সাজিয়ে রেখেছি আমি,
সেফটি-ম্যাচের মতো, বুকে ।
----------------------------------------
#recitation #kobitaabritti #bedonakebolechikedona #kobihelalhafiz #কবিতাআবৃত্তি #মোঃআব্দুররহিম #md.abdurrahim #kobita #abritti #premerkobita #biroherkobita #banglakobita #valobasarkobita #আবৃত্তি #প্রেমেরকবিতা

Комментарии

Информация по комментариям в разработке