আইএসএসবি পিপিডিটি ইজি সলিউশান - ISSB PPDT Easy Solution By Kazi Obin & Defence Academy

Описание к видео আইএসএসবি পিপিডিটি ইজি সলিউশান - ISSB PPDT Easy Solution By Kazi Obin & Defence Academy

🔴 Army Navy Airforce Commissioned Officer হতে চাও ? ডিফেন্সে কমিশন্ড অফিসার হতে চাইলে , অংশ নিতে হয় আইএসএসবি পরিক্ষা।

আইএসএসবি থেকে যে সকল পরিক্ষার্থী
🔴ISSB Selection Letter অর্থাৎ ISSB Green Card পায় তারাই যোগ দিতে পারে বাহিনী গুলোর ট্রেইনিং একাডেমীতে। আইএসএসবি পরিক্ষা হতে থাকে ৪ দিনে। ১ম দিন সকালে অনুষ্ঠিত হয় স্ক্রিনিং টেস্ট। এই টেস্ট এর দুইটি পার্ট, আইকিউ ও পিপিডিটি। এই পরিক্ষা দুটি খুবই গুরুত্তপুর্ণ কারন যারা এই পরিক্ষা দুইটিতে পাশ করতে পারে না , তারা আর কোন পরিক্ষায় অংশ নিতে পারবে না। তাদের ওই দিনই চলে আসতে হয় । তাই ISSB PPDT পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে খুব ভালো ভাবে। বাংলাদেশে একমাত্র ডিফেন্স একাডেমীতেই আইএসএসবি পরিক্ষার সম্পুর্ন প্রস্তূতি নেয়া সম্ভব ।

🔴PPDT ( picture perception & description test )
ছবি দেখে অনুমান এর উপর নির্ভর করে একটি গল্প লিখন। এবংগল্পের উপর তোমার লজিক নিয়ে অলোচনা করতে হবে।
—সময়—সাধারণত ৫ মিনিট
৩ ধাপে গল্প লিখতে হবে।
১. Spot Box - সময় ৩০ সেকেন্ড
২. Action Box - সময় ৩০ সেকেন্ড
৩. Story Box - সময় ৪ মিনিট।
SPOT বক্স এ ছবির চরিত্রের মাথা যেখানে, সেখানে একটা গোল্লা আঁকতে হবে, এবং নিছে চরিত্রটির Age, Sex, Mood লিখতে হবে।
ACTION বক্স এ ছবির চরিত্রগুলো কোথায় আছে , কি করছে এবং তাদের মধ্য সম্পর্ক কি তা লিখতে হয় ।
STORY বক্স এ ছবির সাথে লজিক এর মিল রেখে নিজের মতো একটি সুন্দর, ছবির সাথে সামঞ্জস্যপুর্ন এবং সিম্পল একটি গল্প লিখতে হবে।

🔴পিপিডিটি আলোচনা
পিপিডিটি পরীক্ষার লৈখিক অংশ সম্পন্ন হওয়ার পরপরই সবাইকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়ে থাকে। একেকটি গ্রুপে মোটামুটি ১০-১৫ জন করে প্রার্থী থাকেন। গ্রুপের নাম হয় বিভিন্ন রঙের নামের ভিত্তিতে। যেমন – রেড গ্রুপ, নেভী ব্লু গ্রুপ, হোয়াইট গ্রুপ ইত্যাদি।

🔴প্রত্যেকটি গ্রুপকেই আলাদা আলাদা হাট/ছোট টিনের খোলামেলা একটি ঘরে নিয়ে যাওয়া হয়ে থাকে। সেখানে সবাইকে তাদের চেষ্ট নাম্বারের সিরিয়ালওয়াইজ বসতে হয়। সবাই বসার পরপরই মোটামুটি ১৫-২০ মিনিট পর ৩ জন অফিসার আসেন এবং মধ্যবর্তী খালি জায়গাতে বসেন। এদের সবাই বাংলাদেশের দক্ষ ও চৌকস অফিসার । এদের মধ্যে ১ জন মাননীয় জিটিও (GTO) স্যার ও বাকি দুজন সাইকোলজিস্ট। পিপিডিটি পরিচালনা এরাই করেন এবং পরবরতীতে কারা থাকবে না থাকবে না, এগুলো তারাই সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নেন।

🔴পিপিডিটির লৈখিক পরীক্ষার স্ক্রিপ্টটি প্রার্থীদেরকে ফেরত দেওয়া হয় প্রথম পর্যায়ে।
আবার বলে নিই- ডিসকাশন বা আলোচনার ৩ টি পার্ট।
1.Read Out 2.Discussion/ Logic 3.Summarization
প্রত্যেক প্রার্থী যার যার স্রিপ্টটি নিবে এবং চেষ্ট নাম্বার অনুযায়ী পড়া শুরু করবে ( একজনের পর একজন )। যে যতটুকু লিখেছে ঠিক ততটুকুই পড়ে শোনাবে , মানে বেশিও বলবে না আবার কমও বলবে না। পড়ার সময় সুন্দর করে LOUDLY পড়তে হবে।

🔴সবার পড়া শেষ হলে অফিসাররা বলবেন যাতে প্রার্থীরা যাতে নিজেদের মধ্যে আসলে ছবিটি কি ছিল সে ব্যাপারে একটা ঐকমতে আসে। এসময় প্রার্থীরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলতে থাকবে এবং ছবির ও নিজের গল্পের ভিত্তিতে আলোচনা করতে থাকবে। সবাই ছবির বিভিন্ন দৃশ্যপটের পরিপ্রেক্ষিতে নিজেদের যুক্তি তুলে ধরবে। সাধারণত, ডিসকাশন পার্ট ইংরেজিতে হয় ।

🔴বেশিরভাগ ক্ষেত্রে ঐকমতে পৌছনোর আগেই অফিসাররা যা বিচার বিশ্লেষণ করার করে ফেলেন এবং পরীক্ষার ইতি টেনে প্রার্থীদের টেস্টিং হলে পাঠিয়ে দেন। যারা এই টেস্টেও টিকে যায়, তারা ৪ দিন থাকার সুযোগ পায়।

🔴লক্ষ্যণীয় বিষয়ঃ
অফিসাররা কথা বলাকালীন সময় ছাড়া তাদের দিকে তাকানো নিষিদ্ধ।
*নিজেদের মধ্যে কথা বলার সময় আরেকজনের মুখের কথা কেড়ে নেয়া অভদ্রতা।
পিপিডিটি তে পাশের মূল মন্ত্র হলোঃ টেনশন ফ্রি থেকে ভালো প্রেজেন্টেশন করা ।
মূলত পিপিডিটি অনেক প্র্যাকটিসের ব্যাপার। আর এটি একা একা বাসায় বসে করা যায় না তাই চলে আসো ডিফেন্স একাডেমীতে #ISSB_PPDT
#kazi_obin
#defenceacademy
#issb

🔴Those who will pass the IQ test will sit on the testing hall once again. Now the PPDT (picture perception and description test) exam will take place. If you can pass this exam you will earn the right to stay 4 days in ISSB. But if you fail it, you will be SCREANED OUT and sent to home after lunch.
🔴PPDT has two parts. One is Story Writing and the other is Discussion. In the story writing test a very hazy/unclear picture will be shown to you for 30 seconds.

🔴The story has 3 sections:
1. Character Identification: in this box you will have to write the number of characters in this section. You have to write AGE, SEX, MODE of each character. The time for this is 30 seconds.
2. Action: in this box you will have to write the action of the story/character in one or two lines. This will indicate the total idea of the things happening in the whole picture. Time for this is 30 seconds.
3. Story: in this section you will have to write a story matching the picture. You will get 180 seconds for this test.
*listen to the brief carefully. Duration of the tests may change.
*stories should be constructive. Try to avoid negative ending.
*listen to the brief


🔴 কাজী অভিন স্যারের ফেইসবুক পেইজ
💥  / kazi-mahbubzaman-obin-1364980333618360  

🔴ডিফেন্স একাডেমী ফেইসবুক পেইজ
💥  / defenceacademy.mym  

🔴ডিফেন্স একাডেমীর অফিসিয়াল ফেসবুক গ্রূপ
💥  / 2209564419341781  

🔴Bangladesh Army BMA Long Course Preparation Guideline & Information
💥  / 209058269788738  

🔴ফাইটার্স ডিফেন্স সার্ভিসেস গাইড
💥www.facebook.com/ফাইটার্স-ডিফেন্স-সার্ভিসেস-গাইড-305135686616971

Комментарии

Информация по комментариям в разработке