বাংলাদেশ নৌবাহিনী চাকরির বিজ্ঞপ্তি ২০২৫
এক নজরে বাংলাদেশ নেভি নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
চলমান নিয়োগ: ০৩ টি
নিয়োগ প্রকাশের তারিখ: ০৭ ফেব্রুয়ারি ও ১০, ১৭ মার্চ ২০২৫
পদের সংখ্যা: ৪০০+২৫২ জন
বয়সসীমা: ১৬-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি পাশ
চাকরির ধরন: ডিফেন্স চাকরি
অফিসিয়াল ওয়েব সাইটে: www.joinnavy.navy.mil.bd
আবেদনের শুরু তারিখ: আবেদন শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখ: ০৫, ১২, ১৫ এপ্রিল ২০২৫
আবেদনের মাধ্যম: অনলাইনে
নিয়োগ প্রকাশের সূত্র: www.joinnavy.navy.mil.bd
আবেদনের ঠিকানা: অফিসিয়াল ওয়েবসাইট
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
পদের নাম: নাবিক ও এমওডিসি (নৌ)
ভর্তি ব্যাচের নাম: ভর্তি বি-২০২৫ ব্যাচ
শাখার নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), পেট্রোলম্যান, রাইটার, স্টোর, মেডিকেল, কুক, স্টুয়ার্ড, টোপাস, এমওডিসি (নৌ)।
পদ সংখ্যা: ৪০০ জন।
নাবিক ও এমওডিসি নিয়োগ শিক্ষাগত যোগ্যতাঃ
১। পদের নামঃ ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
পদ সংখ্যাঃ ২৮৫ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান (মাদ্রাসা (বিজ্ঞান) ও ভোকেশনাল), জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
২। পদের নামঃ পেট্রোলম্যান
পদ সংখ্যাঃ ১২ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
৩। পদের নামঃ রাইটার
পদ সংখ্যাঃ ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
৪। পদের নামঃ স্টোর
পদ সংখ্যাঃ ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
৫। পদের নামঃ মেডিকেল
পদ সংখ্যাঃ ১০ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব।
৬। পদের নামঃ কুক
পদ সংখ্যাঃ ২৫ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।
৭। পদের নামঃ স্টুয়ার্ড
পদ সংখ্যাঃ ১৩ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।
৮। পদের নামঃ টোপাস
পদ সংখ্যাঃ ১২ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম ৮ম শ্রেণি পাস।
৯। পদের নামঃ এমওডিসি (নৌ)
পদ সংখ্যাঃ ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
নাবিক ও এমওডিসি নিয়োগ শারীরিক যোগ্যতাঃ
১. সিম্যান এর ক্ষেত্রে উচ্চতা ৫-৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
২. পেট্রোলম্যান এর ক্ষেত্রে উচ্চতা ৫-৮ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
৩. অন্যান্য শাখার ক্ষেত্রে (কমিউনিকেশন ও টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস উচ্চতা ৫-৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
৪. এমওডিসি (নৌ) – উচ্চতা ৫-৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
নাবিক ও এমওডিসি নিয়োগে প্রার্থীর বয়স ও অন্যান্য যোগ্যতাঃ
বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক
সাঁতার জানা অত্যাবশ্যক
অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)
বয়সসীমা: ০১ জুলাই ২০২৫ তারিখে
(১) নাবিক ও মহিলা নাবিক : ১৭ থেকে ২০ বছর
(২) এমওডিসি (নৌ) : ১৭ থেকে ২২ বছর। বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য নয় ।
নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) নতুন নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫
নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে joinnavysailor.org/ মাধ্যমে আবেদন করুন আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদনের শুরু সময় : আবেদন শুরু হয়েছে।
আবেদনের শেষ সময় : ১২ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
#বাংলাদেশ_নৌবাহিনী_নাবিক_নিয়োগ_২০২৫
#বাংলাদেশ_নৌবাহিনী_নিয়োগ_২০২৫_নাবিক_ও_এমওডিসি
#joinnavysailororg
For Business : [email protected]
Search in Google - Binodpur Media
Информация по комментариям в разработке