বিড়াল কে কিভাবে পোষ মানিয়েছি দেখুন । বিড়ালকে ভালোবাসুন

Описание к видео বিড়াল কে কিভাবে পোষ মানিয়েছি দেখুন । বিড়ালকে ভালোবাসুন

আমি মোছাঃ আলিফা খাতুন
গ্রাম কাজীপাড়া, থানা চাটমোহর, জেলা পাবনা। আমি চাটমোহর পৌরসভার দুই বারের নির্বাচিত কাউন্সিলর। গত 2020 সালের পৌর নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হই । আমি ছোটবেলা থেকে কুকুর বিড়াল লালন পালন করি , বর্তমানে আমার ৫৭ টি বড় বিড়াল ও ১৪ টি বাচ্চা বিড়াল আছে । সেসব বিড়ালকে আমি তিন বেলা খাবার দেই , জনপ্রতিনিধি হিসেবে যে সম্মানীভাতা পেয়েছি তা সবই বিড়ালের পিছনে খরচ হয়ে গেছে । প্রতিদিন ৪ কেজি মাছ ৫ কেজি চাউল ও ২ কেজি বিড়ালের জন্য দুধ কিনতে হয় । বর্তমানে আমার আয়ের কোন উৎস নেই জীবের প্রতি ভালোবাসার কারণে আমি বিড়াল গুলোকে ফেলে দিতে পারিনা। বিড়ালগুলো আমার সন্তান সমতুল্য , আল্লাহ পাক জীবের প্রতি আমার মধ্যে সহানুভূতি সৃষ্টি করে দিয়েছেন তাই আমি না খেয়ে হলেও বিড়াল গুলোকে তিনবেলা খাওয়াই । আমি ৩০ বছরের বেশি বিড়াল লালন পালন করছি , বর্তমানে বিড়ালের খাবারের যোগান দিতে আমি কষ্টে পড়ে গেছি । তাই জীবের প্রতি দয়া ও ভালোবাসার দিক বিবেচনা করে যদি কেউ সহযোগিতা করতে চান আমি সাদরে গ্রহণ করব।

বিকাশ নাম্বার : 01752168802

Комментарии

Информация по комментариям в разработке