আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ : খতীবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবীব হাফি.
কেরানীগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব গত ৭ ফেব্রুয়ারি ২০২৫ কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কুরআনীয়া নুরে মদিনা মাদ্রাসার বার্ষিক জিকির ও দোয়ার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত ছয় মাস হয়েছে, শেখ হাসিনা বিদায় হয়েছে। ৩২নম্বরের অবস্থা কি ছিল? ছয় মাস পর্যন্ত ৩২নম্বর ৩২নম্বরের জায়গায়, সেখানে একটা আচর পর্যন্ত কেউ দেয়নি। বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে আক্রমন করেনাই। তা তাদের জায়গায় ছিল। শেখ হাসিনা ভারতের মোদির কোলে বসে বাংলাদেশের জুলাই আগস্টের বিপ্লবকে নিয়ে, যারা শাহাদাতবরণ করেছেন, তাদেরকে নিয়ে যখন কটুক্তি করেছেন, তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, দেশের যুবকদের রক্ত টগবগ করে উঠেছে।
তিনি আরো বলেন, গত কয়েকদিন যে ভাংচুর হয়েছে, আজকে যে আগুন দেয়া হয়েছে, সবগুলোর জন্য শেখ হাসিনা দায়ী। তিনি যদি এই বক্তব্য না দিতেন, বাংলাদেশে যারা পঙ্গু হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের ব্যাপারে যদি কটুক্তিমুলক আচরণ না করতেন, এই কাজ হতোনা।
এসময় তিনি বলেন, আজকের এই মাহফিল থেকে আহবান জানাবো, আমার দেশের ছাত্র জনতা, আমার দেশের যুবকেরা, আমরা তোমাদেরকে নিয়ে গর্বিত, জুলাই-আগস্টের বিপ্লব তোমরা ঘটিয়েছো, তবে সবুর ইখতিয়ার করতে হবে, যারা আমার দেশকে লুটপাট করেছে, শাপলা চত্বরে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, পিলখানায় যারা আর্মি অফিসারদের হত্যা করেছে, একজনকেও ছাড়া হবেনা। আইন আমাদের হাতে তুলে নিতে চাইনা। আমরা আমাদের সরকারের মাধ্যমে বিচার করতে চাই।
কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে তিনি আরো বলেন, ছাত্র জনতাকে আমি এটাও বলতে চাই, দাবী জানানোর যত পদ্ধতি আছে, সব অবলম্বন করো। এরপরেও যদি অন্তর্বর্তীকালীন সরকার তোমাদের ডাকে সাড়া না দেয়, আওয়ামী লীগকে যেইভাবে বিদায় করেছি, এইভাবে তাদেরকেও বিদায় করে দেয়া হবে। কিন্তু মেহেরবানী করে ভাংচুর আর করবানা।জ্বালাও পোড়াও ইসলাম সমর্থন করেনা, আমরাও সমর্থন করিনা।
তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, আগামী দিন বাংলাদেশে নির্বাচন হবে, নির্বাচনে সরকার গঠিত হবে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, ৫৪ বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এরমধ্যে বাংলাদেশের অনেক কৌশল পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, সব কিছু দেখা শেষ, এবারের বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ।
এসময় যুবকের উদ্দেশ্যে করে বলেন, জীবনে রক্ত অনেক দিয়েছেন, আওয়ামীলীগ বিএনপি ছাত্রলীগ, যুবলীগ প্রত্যেককেই আহবান জানাবো, দলের জন্য রক্ত দিয়েছো, দেশের জন্য রক্ত দিয়েছো, মার্কার জন্য রক্ত দিয়েছো, নির্বাচন করতে গিয়ে দলের পক্ষে আন্দোলন করতে যেয়ে রক্ত দিয়েছো, আসো, জাগো, এবার রক্ত দেয়া হবে ইসলামের জন্য। কুরআনের জন্য।
Информация по комментариям в разработке