সজনী গো ভালবেসে এত জ্বালা। বশির আহমেদ। Shajoni go valobeshe eto jala। Bashir Ahmed

Описание к видео সজনী গো ভালবেসে এত জ্বালা। বশির আহমেদ। Shajoni go valobeshe eto jala। Bashir Ahmed

বশির আহমেদ ১৯৩৯ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। খুব ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত পাগল ছিলেন। মাত্র ১৫ বছর বয়সে তিনি ওস্তাদ বেলায়েত হোসেন’র কাছে সংগীত চর্চা শুরু। এরপর তিনি বোম্বে (বর্তমান মুম্বাই) চলে যান, সেখানে উপমহাদেশের প্রখ্যাত ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁর কাছে তালিম নেন। তার কাছ থেকে বশির আহমেদ প্রচুর অনুপ্রেরণা পেয়েছেন।তিনি ছিলেন একজন কবি এবং গীতিকার।
অনেকেই জানেন না, বাংলাদেশের বিখ্যাত এ গায়ক বাঙালি ছিলেন না, এমনকি তিনি বাংলা ভাষাও জানতেন না। তিনি ছিলেন দিল্লীর সওদাগর পরিবারের সন্তান। ১৯৬০ সালে তিনি কলকাতা থেকে ঢাকায় চলে আসেন।
বিস্তারিত দেখুনঃ https://m.banglanews24.com/entertainm...

Комментарии

Информация по комментариям в разработке