নিউইয়র্কের মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটস ॥Jackson Height, New York, USA

Описание к видео নিউইয়র্কের মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটস ॥Jackson Height, New York, USA

নিউইয়র্কের মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটস ॥Jackson Height, New York, USA

আপনি যদি জ্যাকসন হাইটসের ৭৩ নাম্বার স্ট্রিটে ঢুকে পড়েন, ক্ষণিকের জন্য আপনার বিভ্রম হতেই পারে। এই সড়কটা পুরোটাই বাংলাদেশিদের দখলে। এখানকার ভবন, স্থাপনা, দোকানপাটের অনেকগুলোই বাংলাদেশিদের তত্ত্বাবধানে চলে। এই স্ট্রিটের পাশাপাশি ৭৪ নাম্বার স্ট্রিটের কিছু অংশ, ৩৭ নাম্বার এভিনিউর অনেকটা জুড়ে বাংলাদেশি ব্যবসায়ীদের আধিপত্য। ১৯৯১ সালে সম্ভবত প্রথম এই জ্যাকসন হাইটসে বাংলাদেশি মালিকানার দোকান প্রতিষ্ঠিত হয়। মেঘনা বাজার এন্ড হালাল মিট নামক দোকানটি যেটি এখনো আছে, যা কিনা ১৯৯১ সালে যাত্রা শুরু করেছিল। তারপর কত সময় পেরিয়ে গেল, দিনে দিনে বাংলাদেশিদের এক প্রিয় জায়গা হয়ে উঠলো এই এলাকাটি।

মেঘনা সুপার শপের মালিক আবদুর রউফ প্রথম আলোকে একবার গল্প শুনিয়েছিলেন কীভাবে জ্যাকসন হাইটসে তিনি ব্যবসা শুরুর সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন,

"আমি যখন ১৯৯১ সালে জ্যাকসন হাইটসে মেঘনা গ্রোসারি করি তখন এই এলাকায় ভারতীয় ও চায়নিজদের প্রাধান্য ছিল বেশি। এখনকার মেঘনা গ্রোসারির জায়গায় দানাঘর নামে একটি প্রতিষ্ঠান ছিল। এই বিশাল পরিসর যখন ভাড়া নিয়েছিলাম তখন অনেকেই “আমি বড় ঝুঁকি নিয়েছি” বলে কথা বলেছিলেন। এই ঝুঁকিটা নিতে পেরেছিলাম। অ্যাস্টোরিয়াতে আমি ১৯৮৩ সাল থেকেই ব্যবসা করে আসছিলাম। তো, জ্যাকসন হাইটসে আমরা একটু আধটু বাংলাদেশি ও আমাদের সাউথ এশিয়ান পণ্য ওঠাতে শুরু করি। ওটা ছিল মূলত একটি ছোটখাটো সুপার শপ। সেই শপে ২-১০ করে যাতায়াত শুরু করলেন। পরে ৭৩ স্ট্রিটে প্রয়াত সাঈদ মান্নান ভাই খুললেন মান্নান গ্রোসারি। এর পরেরটা তো আপনারা দেখছেন!"

#arifurrahman #bangladeshi_vlogger #আমেরিকা #জ্যাকসন_হাইটস #জ্যাকসন_হাইটসে_বাংলাদেশস্ট্রিট

Комментарии

Информация по комментариям в разработке