অর্গানিক চাষ করে ব্যবসা 2022। Organic Farming Business Idea| Organic Products | অর্গানিক ফার্মিং

Описание к видео অর্গানিক চাষ করে ব্যবসা 2022। Organic Farming Business Idea| Organic Products | অর্গানিক ফার্মিং

■ নমস্কার বন্ধুরা।💝💝💝💝

● বন্ধু, অর্গানিক কৃষির মাধ্যমে আপনি স্বনির্ভর হতে পারেন। কিন্তু এই অর্গানিক কৃষি বিষয়টি একটু নতুন ধারণা হওয়ায় আমরা অনেকেই বেশি জানিনা এই ব্যাপারে। তাই আপনাদের সুবিধার জন্য আজকে অর্গানিক কৃষিকে কিভাবে জীবিকা বানানো যায় সেই নিয়ে আলোচনা করেছি।

জৈব কৃষি থেকে উৎপন্ন ফসলের চাহিদা বর্তমানে ক্রমবর্ধমান। কারন জৈব কৃষিতে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহারের পরিবর্তে জৈব সার ও কীটনাশক ব্যবহার করা হয় বলে, জৈব কৃষিজাত ফসল থেকে মানুষের শারীরিক সমস্যা কম হয়। অর্থাৎ জৈব কৃষি ব্যবস্থা এমন এক কৃষি প্রণালী যেখানে সব ধরণের কৃষিজ ফসল, যেমন – শস্য দানা, ডাল, তৈলবীজ, দুধ, পোলট্রি, মাংস, তুলো, পাট, শাকসবজি, ফুল ও কৃষিজ ফসল থেকে উৎপন্ন খাদ্য জৈবিক ভাবে চাষ করা হয়।


■ অর্গানিক ফার্মিং এ রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক প্রভৃতির ব্যবহার থেকে বিরত থাকা হয়।


■ অর্গানিক ফার্মিং এর ক্ষেত্রে শস্যাবর্তন, গরুর গোবর, প্রাণীজাত সার, জৈব বর্জ্য ও জৈব কীটনাশক ও জীবাণুনাশক বেশি ব্যবহার করা হয়।


■ কিছু কৃষক আবার মিশ্র কৃষি ব্যবস্থার দ্বারা মাটির উর্বরতা বৃদ্ধিকারী ফসল যেমন – মিলেটের সাথে ডাল, গমের সাথে ছোলা ও তুলোর সাথে মটর শুটি চাষ করে।    


■ মাটিতে জৈব পদার্থ তথা হিউমাসের পরিমান বৃদ্ধি করে মাটির জল ধারন ক্ষমতা বৃদ্ধি করা হয়।


অর্গানিক ফার্মিং বা জৈব কৃষি ব্যবস্থার গুরুত্ব


১. প্রচলিত কৃষি ব্যবস্থার সাথে যুক্ত কৃষক সহজেই অর্গানিক ফার্মিং শিখতে পারে।


২. অর্গানিক ফার্মিং কৃষি ব্যবস্থা গ্রহনের মাধ্যমে কৃষকরা ২৫% উৎপাদন খরচ কমাতে পারে ।








#অর্গানিককৃষি
#organic
#organicfarming
#organicgardening
#organicfood

Комментарии

Информация по комментариям в разработке