Rai kishori - Dipangshu Acharya, Arpan Chakrabarty

Описание к видео Rai kishori - Dipangshu Acharya, Arpan Chakrabarty

Singer - Arpan Chkrabarty
Lyrics - Dipangshu Acharya

গাঁজার বনে লাগলো আগুন
মজলো গোটা পাড়া
রাই কিশোরী তোমার নেশায়
জগত মাতোয়ারা।

গেল রাজার কানে খবর
তিনি পাঠান অবর সবর
তারা মারতে এসে নিজে ম'লো
ভিজলো সুরের ধারায়
রাই কিশোরী তোমার নেশায়
জগত মাতোয়ারা।

আমি শিব ঠাকুরের চ্যালা
নদে ভাসাই কৃষ্ণচূড়ার ভেলা
যেন অথৈ জলে কাজল মাখা
তোমার নয়নতারা
রাই কিশোরী তোমার নেশায়
ভুবন মাতোয়ারা।

ওরে নেশায় আসলো ছুটে লোকে
ওরে এসে লাগলো ধাঁধা চোখে
দুব্বা ঘাসে তোমার নূপুর
কুড়িয়ে পেল তারা
রাই কিশোরী তোমার নেশায়
জগত মাতোয়ারা।

ওরে যখন কলকে আমার হাতে
ওরে তখন নন্দদুলাল সাথে
অধম নিত্যদাসের আজলাতে আর
কদমফুলের চারা
রাই কিশোরী তোমার নেশায়
ভুবন মাতোয়ারা।

Комментарии

Информация по комментариям в разработке