মিশন স্কুল পরিদর্শনের সময় শেখ মুজিব স্কুলের কোন সমস্যার কথা হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে জানান ?
#মিশন_স্কুল_পরিদর্শনের_সময়_শেখ_মুজিব_স্কুলের_কোন_সমস্যার_কথা_হোসেন_শহীদ_সোহরাওয়ার্দীকে_জানান ?
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ।
অংশগ্রহণ করে জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার!
১০০-দিনব্যাপী "বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ"-এর পুরষ্কার!
প্রতিদিন: ৫টি করে স্মার্টফোন (মোট ৫০০টি), এবং ১০০ জনের প্রত্যেকে পাবেন ১০০ জিবি করে মোবাইল ডাটা। সবশেষে সকল সঠিক উত্তরদাতাদের জন্য গ্র্যান্ড প্রাইজ: ১০০টি ল্যাপটপ!
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://quiz.priyo.com
নিয়মাবলি
1. বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।
2. প্রতিযোগিতায় অংশ নিতে https://mujib100.gov.bd অথবা https://quiz.priyo.com ওয়েবসাইট, কিংবা প্রিয় মোবাইল অ্যাপ (ডাউনলোড লিংক https://dl.priyo.com ) এর যেকোনো একটি মাধ্যমে নিবন্ধন করতে হবে।
3. একজন প্রতিযোগীকে একবার নিবন্ধন করলেই হবে। এর আগে নিবন্ধন করে থাকলে নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই; সে ক্ষেত্রে শুধু লগ ইন করলেই হবে। একটি আইডি দিয়ে কুইজে প্রতিদিন একবার অংশগ্রহণ করতে পারবেন।
4. প্রত্যেক প্রতিযোগীকে সঠিক নাম, ঠিকানা, ছবি, ফোন নম্বর এবং ইমেইল/সোশ্যাল মিডিয়া আইডি ব্যবহার করতে হবে, যা বিজয়ীদের ক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের সঙ্গে যাচাই করা হবে।
5. ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে বিজয়ী হিসেবে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
6. প্রতিদিন একটি করে নতুন কুইজ দেওয়া হবে। প্রতিটি কুইজের মেয়াদ ২৪ ঘণ্টা ( ০০:০১ মিনিট থেকে ২৩:৫৯ মিনিট পর্যন্ত)।
7. প্রতিদিন সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে ১০০ জন বিজয়ী নির্বাচিত করা হবে।
8. প্রতিদিন যারা সঠিক উত্তর দিবেন, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে গ্র্যান্ড পুরস্কারের বিজয়ী নির্বাচিত করা হবে। যারা যত বেশি সঠিক উত্তর দিবেন, তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনাও তত বেশি হবে।
9. বিজয়ীদের তালিকা একইসঙ্গে ওয়েবসাইটে ও মোবাইল অ্যাপে প্রকাশ করা হবে।
10. প্রতিযোগিতার পরিচালনা, ফলাফল ও পুরস্কার সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
11. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
12. পুরস্কার প্রদান সংক্রান্ত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।
#মিশন_স্কুল_পরিদর্শনের_সময়_শেখ_মুজিব_স্কুলের_কোন_সমস্যার_কথা_হোসেন_শহীদ_সোহরাওয়ার্দীকে_জানান ?
#BangabandhuQuiz #Mujib100 #Priyo #বঙ্গবন্ধু_শেখ_মুজিব_কুইজ, #বঙ্গবন্ধু_শেখ মুজিব,
#সকল_কুইজ, #প্রিয়.কম, #কুইজ_প্রতিযোগিতার_প্রশ্ন_2020, #কুইজ_প্রতিযোগিতা_২০২০, #মুজিব_শতবর্ষ_কুইজ, #বঙ্গবন্ধুকে_নিয়ে_কুইজ_প্রতিযোগিতা, #মুজিববর্ষ_উপলক্ষে_কুইজ, #মুজিববর্ষ_কুইজ, #mujib_quiz,#বঙ্গবন্ধু_কুইজ, #bangobondu_quiz_2020,
#Shekh_Mojib,#শেখ_মুজিব, #Bongobondhu, #Bongobondhu_Shekh_Mojib, #Bongobondhu_Shekh #Mojib_quiz,#Bongobondhu_Shekh_Mojib_quiz_2020, #Media_24_Hours, #Amanullah_Academy, #Amanullah_Aman,
Информация по комментариям в разработке