আমার সাধন জীবনের দিনলিপি। পর্ব - ৯

Описание к видео আমার সাধন জীবনের দিনলিপি। পর্ব - ৯

স্বাধ্যায় 🙏

আমার সাধন জীবনের দিনলিপি

লেখক: স্বামী সোমেশ্বরানন্দ
প্রকাশক: গিরিজা লাইব্রেরী
মূল্য: ৩৫০ টাকা

কোন সাধক যখন নিজের সাধনার কথা, অনুভূতি, পথের অভিজ্ঞতা বলেন নিজের মুখে, তখন সেটা বিশেষ আকর্ষণীয় হয়ে দাঁড়ায়। বিশেষত তাঁর সংগ্রাম, বাধা, উত্তরণের কথা। বিভিন্ন বইয়ে সাধকদের এমন কিছু কথা বা উল্লেখ থাকলেও সাধনার নানান স্তরে তাঁদের অভিজ্ঞতা বিশেষ পাওয়া যায় না। এই বইটা সেই অভাব অনেকটা মিটিয়েছে।

স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের ডায়েরী লেখার অভ্যাস স্কুলজীবন থেকেই। ১৯৭৫-৯০ সাল, এই পনেরো বছরের ডায়েরী থেকে বাছাই করা অংশ নিয়ে এ-বই। তাঁর সাধনাপথ, বাধা, সংগ্রাম, অনুভূতি, উত্তরণ, সাধনার নানা পর্ব ইত্যাদির বর্ণনা রয়েছে পাতায়-পাতায়।

Комментарии

Информация по комментариям в разработке