স্বল্প পুঁজিতে উদ্যোক্তা হন, মাঠা বিক্রি করে মাসে আয় করুন ৫০ থেকে ৬০ হাজার টাকা।

Описание к видео স্বল্প পুঁজিতে উদ্যোক্তা হন, মাঠা বিক্রি করে মাসে আয় করুন ৫০ থেকে ৬০ হাজার টাকা।

স্বল্প পুঁজিতে প্রতিমাসে আয় করুন ৬০০০০-৭০০০০ টাকা।
( ব্যবসা হল একটি বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্র এখানে জিততে হলে অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ জরুরী )
About us / Company : দুধ ,মাঠা, ঘি, দই, মিষ্টি,চিজ, বাটার, ছানা সহ সকল দুগ্ধজাত-পণ্য উৎপাদন এবং সংশ্লিষ্ট শিল্পে উৎপাদিত, সংরক্ষণ, প্রক্রিয়াজাত, বিতরণ ও বাজারজাতকরনের লক্ষ্যে সকল ডেইরী মেশিন, যেমন চিলার,রুট ট্যাংকার,পাস্থরাইজার, ঘি মেকার, দই মেকার, চিজ মেকার সহ সকল ডেইরী মেশিন ও সহযোগী ইন্সট্রুমেন্ট উৎপাদন, বিপনণ ও কনসালটেন্সী সাপোর্টের একক সল্যুশন তাক্বওয়া এন্টারপ্রাইজ
সার্ভিস : তাক্বওয়া এন্টারপ্রাইজ ডেইরী যে সার্ভিসগুলো দক্ষতার সহিত প্রোভাইড করে,
ক. অল্প পুজিতে ডেইরী বিজনেস সিক্রেট ফর্মুলা।
খ. বিশ্বমানের ডেইরী মেশিন উৎপাদন ও বিপনণ।
গ. দুধ ও দুগ্ধজাত-পণ্যের টেস্ট সমূহ্ ও টেস্টিং ইন্সট্রুমেন্ট।
ঘ. সমগ্র দেশে ডেইরী পণ্য সাপ্লাই ও উদ্যোক্তা তৈরি।
ঙ. আধুনিক ডেইরী বিজনেসের সহজ উপায়সমূহ।
চ. ডেইরী সকল মেশিনারীজ এবং বিক্রয়োত্তর সেবা।
লজিস্টিক : সন্মানীত, ডিপো ও ডিলারদের আমাদের উৎপাদিত পন্য পেীঁছে দিতে ২টা ট্রাক ১টি পিকাপ ও মেশিনারীজ মেইনটেনেন্স করার জন্য একটি প্রাইভেট গাড়ি ও মটর-বাইক রয়েছে।
Team : আলহামদুলিল্লাহ্ বাংলাদেশের প্রেক্ষাপটে, ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত কোম্পানীগুলোর মধ্যে অল্প সময়ে দ্রুত বর্ধনশীল কোম্পানীর মধ্যে তাক্বওয়া অন্যতম। আমাদের টিমে দক্ষ কর্মি ও হাজারের অধিক খামারী এনলিস্টেড রয়েছে। কোম্পানী ফাউন্ডার ও সিইও জনাব, মো: জান্নাতুল ফেরদৌস নাঈম একজন ইঞ্জিনিয়ার। এছাড়াও দক্ষ ম্যানেজার, ল্যাব টেস্টিং ইনচার্জ, টেকনিশিয়ান, কম্পিউটার ইঞ্জিনিয়ার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মিলে স্ট্রং একটি টিম রয়েছে।
Product : ১. দুধ
২. ঘি
৩. দই
৪. মাঠা
৫. ছানা
৬. ল্যান্চা
৭. চমচম
৮. রসমালাই
৯. প্যারা সন্দেশ
১০. রাজভোগ
১১. রসগোল্লা (চিনি)
১২. রসগোল্লা (নলেন গুড়)
১৩. চিজ
১৪. বাটার।
Product Machinaris : ১. Chillar/Milk Cookr.
২. Root ট্যাংকার/ ফ্লাক্স
৩. পাস্থরাইজার
৪. ঘি মেকার
৫. দই মেকার
৬. চিজ মেকার
৭. অয়েল ট্যাংকার
৮. ক্রিম সেপারেটর
৯. ডিজিটাল স্কেল
১০. মিল্ক ক্যান
১১. মিল্ক টেস্টিং ইন্সট্রুমেন্ট।
ট্রেনিং সমূহ : ১. মিল্ক টেস্টিং ট্রেনিং
২. সহজ আধুনিক মার্কেটিং পলিসি।
৩. সহজ উপায়ে পরিবহন ও বিপনণ।
৪. স্বল্প ইনভেস্ট সফল উদ্যেক্তা।
Haji Dil Mohammad avenue ,Dhaka Uddan,Mohammad pur ,Dhaka

Комментарии

Информация по комментариям в разработке