বিড়ালে কবুতর খেয়ে ফেলছে রাতে।।পরামর্শ চাচ্ছি আপনাদের কাছ থেকে কিভাবে রক্ষা করবো তাদের।

Описание к видео বিড়ালে কবুতর খেয়ে ফেলছে রাতে।।পরামর্শ চাচ্ছি আপনাদের কাছ থেকে কিভাবে রক্ষা করবো তাদের।

২০০৫ সাল থেকে কবুতর পোষা আমার বাড়িতে।সেই সময় হতে প্রচুর কবুতর হতো আমার বাড়িতে। কিন্তুু দির্ঘদিন পর হটাৎ বিড়ালের অত্যাচার বেড়ে যায়।তারপর আমি সেই কোঠার সম্পর্ন অংশ নেট দিয়ে ঢেকে দেই।এর পরেও টিনের উপর দিয়ে আসতো।যার ফলে একটা সময় তারা বাড়ির কোঠা প্রায় ছেড়েই দিয়েছিল।
এরপর নতুন করে এবার বক্স বানালাম নতুন করে কোন সমষ্যা ছিল না প্রায় ৫ বছর।

কিন্তুু হটাৎ আবার বিড়ালের অত্যাচারের মাত্রা যেনো বাড়িয়ে দিয়েছে।

Комментарии

Информация по комментариям в разработке