মেয়র ডাক্তার বিধান চন্দ্র রায় : এক অজানা অধ্যায় / Mayor Dr. Bidhan Chandra Roy : Unknown Chapter

Описание к видео মেয়র ডাক্তার বিধান চন্দ্র রায় : এক অজানা অধ্যায় / Mayor Dr. Bidhan Chandra Roy : Unknown Chapter

This is about Doctor Bidhan Chandra Roy ( ডক্টর বিধান চন্দ্র রায় )as the Mayor ( মেয়র ) of Kolkata Municipal Corporation ( কলকাতায মিউনিসিপ্যাল কর্পোরেশন ). This is really an unknown chapter ( অজানা কাহিনী )of Dr B C Roy's ( ড: বি সি রায় ) life story. The video is made to celebrate 1st July as the National Doctors' Day ( জাতীয় চিকিৎসক দিবস ).

চিকিৎসক হিসেবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে, পরিষদীয় বক্তা হিসেবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূল্যায়ন আমরা কমবেশি বহু ক্ষেত্রে দেখেছি। কিন্তু কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে তার মূল্যায়ন কিন্তু খুব একটা করা হয়নি বলে আমার বিশ্বাস। তা, আজকের এই ন্যাশানাল ডক্টরস ডে-তে, ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিবস এবং প্রয়াণদিবস উপলক্ষ্যে এই ভিডিওতে আমরা সেই চেষ্টাটাই করেছি।

১৯৩০ সালে কংগ্রেসের নির্দেশ অনুযায়ী ডাক্তার বিধান চন্দ্র রায়কে কলকাতা কর্পোরেশনের অল্ডারম্যান হিসেবে হিসাবে নির্বাচিত করে হয়। এরপরে ১৯৩১ সালের ৫ই এপ্রিল ডাক্তার বিধান চন্দ্র রায়কে মেয়র পদে পাকাপাকিভাবে নির্বাচিত করা হয়।

১৯৩১ সালের মেয়র নির্বাচনের মিটিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু হাজির ছিলেন। তিনিই ডাক্তার বিধানচন্দ্র রায়ের নাম মেয়র পদে প্রস্তাব করেছিলেন এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়েছিল।

কলকাতা কর্পোরেশনের মর্যাদা ধরে রাখার জন্য যেমন তিনি মহাত্মা গান্ধীর সঙ্গে মনস্তাত্ত্বিক যুদ্ধ করেছেন, তেমনি কুখ্যাত পুলিশ কমিশনার চার্লস টেগার্টের মিথ্যে প্রচারের বিরুদ্ধেও যুদ্ধ করেছেন। বলাবাহুল্য, মেয়র হিসাবে তাঁর এমন ভূমিকা মূলত: তার বহুমাত্রিক চরিত্রকে আলোকিত করেছে।

গবেষকদের মূল্যায়নে, কলকাতা কর্পোরেশন নামে মহান প্রতিষ্ঠানটির সুদীর্ঘ ইতিহাসে ডাক্তার বিধান চন্দ্র রায় মেয়র হিসাবে তাঁর বিভিন্ন জনহিতকর কাজের জন্য অন্যতম শ্রেষ্ঠ একজন মেয়র হিসেবে চিহ্নিত হয়ে আছেন।

For making of this video, I am grateful to :--
তথ্যসূত্র:
১) ডা: বিধানচন্দ্র রায় জীবন ও সময়কাল by ড: নীতিশ সেনগুপ্ত
২) উইকিপিডিয়া

#বিধানচন্দ্ররায় #ডাক্তারবিধানচন্দ্ররায়
#DrBCRoy #DrBidhanChandraRoy


বি:দ্র: ভিডিওতে ব্যবহৃত ছবির সাথে ঘটনার কোনো মিল নেই। There are no similarities between the images and the facts.

Images courtesy : Google

Комментарии

Информация по комментариям в разработке