চর কুকরী-মুকরী | ভোলা | বরিশাল | ভ্রমণ পিপাসুদের জন্য জাহিদুল আলম

Описание к видео চর কুকরী-মুকরী | ভোলা | বরিশাল | ভ্রমণ পিপাসুদের জন্য জাহিদুল আলম

#news #reformbd #wewantchange #live #savebangladeshipeople #bangladesh
কুকরি-মুকরি হচ্ছে বাংলাদেশের, ভোলা জেলায় এর চরফ্যাশন উপজেলা কুকরী মুকরী ইউনিয়ন অবস্থিত একটি দ্বীপ (চর)। এটি ভোলা জেলার সর্ব দক্ষিণে অবস্থিত।

চর কুকরি-মুকরি বন্যপ্রাণ অভয়ারণ্য বা চর কুকরি-মুকরি বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশের সবচেয়ে বৃহওম দ্বীপ ভোলা জেলায় অবস্থিত একটি সংরক্ষিত বনাঞ্চল এবং বন্যপ্রাণের অভয়ারণ্য। ভোলা শহর থেকে এর দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। বঙ্গোপসাগরের উপকন্ঠে মেঘনাও তেতুলিয়া নদীর মোহনায় কয়েকশ বছর আগে জেগে ওঠা চর কুকরি-মুকরিতে এই বনভূমির অবস্থান। এ বনে রয়েছে ১৫ হাজারেরও বেশি হরিণ। এ ছাড়া রয়েছে পাখি পরিযান, লাল কাঁকড়া, বুনো মহিষ, বানর, বন বিড়াল, মেছোবাঘ, ভোঁদড়, শিয়াল, বনমোরগসহ নানা প্রজাতির বন্য প্রাণী।

Комментарии

Информация по комментариям в разработке