কালিবাড়ি সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটি সম্মানিত সভাপতি বাবু তাপস কুমার চক্রবর্তী ও কালিবাড়ি মন্দির কমিটির সম্মানিত প্রধান উপদেষ্ঠা বাবু চিন্তা হরণ দেবনাথ ঠাকুরগাঁওয়ের সকল শ্রেনী-পেশার মানুষসহ সারাদেশবাসীকে আগাম শারদীয় শুভেচ্ছা জানান এবং আসন্ন দুর্গাপুজায় করোনা ভাইরাসের প্রভাবরোধে কালিবাড়ি মন্দিরের সচেনতা দিক গুলো নিয়ে আলোচনা করেন ।
দুর্গাপুজোর পূর্ব প্রস্থুতি নিয়ে আলোচনা করছেন,
তাপস কুমার চক্রবর্তী
সভাপতি - কালিবাড়ি সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটি,
ঠাকুরগাঁও
সাথে আছেন
চিন্তা হরণ দেবনাথ
প্রধান উপদেষ্ঠা - কালিবাড়ি মন্দির কমিটি ,ঠাকুরগাঁও
" ঠাকুরগাঁওয়ের পুজা”
ছোট্ট একটি নাম। কিন্তু নামটি বললেই অনেক কিছু বলা হয়ে যায়। বলা হয়ে থাকে হিন্দুদের বার মাসে তের পার্বণ। অনেকেই এটা ব্যাঙ্গাত্তক ভাবেও বলে থাকে,কিন্তু এই সব উৎসব, পুজো-পার্বণগুলোর পেছনে লুকিয়ে আছে অনেক ইতিহাস। কালের পরিক্রমায় এসব উৎসব পুজো-পার্বণ এর পরিসর অনেক ছোট হয়ে আসছে। সনাতন ধর্মের ঐতিহ্য রক্ষার্থে তেমন একটা প্রয়াস "ঠাকুরগাঁওয়ের পুজা" ফেইসবুক পেইজটির। এই পেইজটিতে ঠাকুরগাঁওয়ের সকল পুজা অর্চনা সম্পর্কে সকলকে অবহিত করা।
“ঠাকুরগাঁওয়ের পুজা” একটি নন-প্রফিটেবল বা অলাভজনক ধর্মমুখী অনলাইন সংগঠন। সংগঠনটি অনলাইন ভিত্তিক হলেও এটি একটি পরিবারের নাম, যার সদস্যদের নিজেদের এবং শুভানুধ্যায়ীদের সাথেও বন্ধন অটুট রয়েছে । “ঠাকুরগাঁওয়ের পুজা” কোনো আর্থিক সংগঠন নয়।এটি একদল তরুণ ফটোগ্রাফারের ধর্মীয় অনুভুতি ভালবাসা ও ভক্তি থেকে তৈরি। "ঠাকুরগাঁওয়ের পুজা" প্রতিটি পুজোর সাথে থেকে প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে মানুষের মাঝে ভক্তি ভাব জাগানোর ।
"ঠাকুরগাঁওয়ের পুজা" শুধুমাত্র ঠাকুরগাওয়ের নয় এছাড়াও সমগ্রবাংলাদেশের পুজো মন্ডপ গুলোকে, এই ফেসবুক পেইজ এর মাধ্যমে সবাই যাতে ঘরে বসে দেখতে পারে সেই চেস্টা করে থাকে। দুর্গাপুজো ছাড়াও অন্যান্য সকল পুজো সবার সামনে তুলে ধরার আপ্রান চেস্টা করা হয়।
তাপস কুমার চক্রবর্তী , পূজা উদযাপন পরিষদ, দুর্গা পুজা , বাবু, শারদীয় শুভেচ্ছা ,ঠাকুরগাঁও , হলপাড়া , শান্তিনগর, কালিবাড়ি সার্বজনীন দুর্গা পূজা উদযাপন, ধর্মমুখী ,কালিবাড়ি,অনলাইন, সংগঠন, পরিবার, সদস্য, শুভানুধ্যায়ী, করোনা , ভাইরাসের , সচেনতা , মন্দিরে ,Thakurgaon , puja, thakurgaon puja, bangladesh, hallpara, পুজো, ঠাকুরগাঁওয়ের পূজা, হিন্দু, বার মাসে তের পার্বণ,আশ্রমপাড়া ,tapos,asrampara, durga puja, thakurgaon durgapuja, kolkata durga puja, bangladesh durga puja, chinta haron, tkg, bangladesh puja utjjapon porishod, etc
Информация по комментариям в разработке