চোখ ধাধানো ছবি আর বুবলীর প্রেমের অন্তহীন রহস্য! Shobnom Bubly | Bijoy TV

Описание к видео চোখ ধাধানো ছবি আর বুবলীর প্রেমের অন্তহীন রহস্য! Shobnom Bubly | Bijoy TV

#Shobnom_Bubly #বুবলী
বিদায়ী বছরটা দারুণ কেটেছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর পেশাগত জীবনের। আর তাই বেশ ফুরফুরে মেজাজে আছেন বুবলী। সেটা বোঝাই যাচ্ছে, অভিনেত্রীর শেয়ারকৃত চোখ ধাধানো বেশ কয়েকটি ছবি দেখে।
৩০ ডিসেম্বর দুপুরে লাল গাউন পরে সোশ্যাল হ্যান্ডেলে নজর কেড়েছেন এই অভিনেত্রী। শেয়ার করা ছবিতে বুবলীকে যেন পরীর মতো লাগছে। রূপের আগুণে চোখ ধাধিয়ে দিয়েছেন নেটিজেনদের। অনেকে বুবলীর এই ছবিগুলোকে তার এ যাবতকালের সেরা ছবিও বলছেন।
আর সেই ছবিগুলো ফেসবুকে পোস্ট করে বুবলী ক্যাপশনে লিখেছেন, প্রেম একটি অন্তহীন রহস্য, সে জন্য এর ব্যাখ্যা করার আর কিছুই নেই।
এক সময় উড়োজাহাজের কেবিন ক্রু হিসেবে কাজ করা শবনম বুবলী আট বছর আগে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর একটানা ডজনখানেক চলচ্চিত্রে অভিনয় করেন বুবলী। ঢালিউডে অভিষেক হওয়ার পর থেকেই প্রতি ঈদে তার অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে। চলতি বছরের দুই ঈদেও তার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে।
‘মায়া’ ও ‘দেয়ালের দেশ’ নামের সিনেমা দু’টি মুক্তি পায় ২০২৪ সালের পবিত্র ঈদুল ফিতরে। একই সময়ে একই অভিনেত্রীর দুটি ভিন্নধারার সিনেমা প্রেক্ষাগৃহে চলাটা বেশ বিরল দৃশ্যই বটে।
এছাড়াও বছর শেষে ‘পিনিক’ শিরোনামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। এ ছবিতে প্রথমবারের মতো তাকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। এদিকে মুক্তির অপেক্ষায় আছে বুবলী অভিনীত চলচ্চিত্র ‘জংলি’। ছবিটিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সিয়াম আহমেদ।
copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

Комментарии

Информация по комментариям в разработке