কবিতা জাতির শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমান
কবিঃ রূপকথা
আবৃত্তিঃ আবুল কালাম আজাদ
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বনলতা বিশ্ব সাহিত্য পরিষদ পরিবারের সম্মানিত সভাপতি, জনাব আবুল কালাম আজাদ সাহেবকে।
জাতির শ্রেষ্ঠ সন্তান, শেখ মুজিবর রহমান
রূপকথা
উনিশ'শ বিশ সালের সতেরই মার্চ,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, জন্ম নেয়া একটি ছেলে,
স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের প্রাণ,
তিনি হলেন মহান নেতা, শেখ মুজিবর রহমান।
তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,
বলিষ্ঠ কন্ঠে দেন যুদ্ধের ডাক, " তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো ",
দীপ্ত কন্ঠে বলেন, " এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। "যিনি আদেশ করেন বিনয় ভরে, " আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা রাস্তাঘাট বন্ধ করে দেবে "।
যার বজ্র হুংকারে কেঁপে কেঁপে উঠে পাকিস্তানী শাসকের সিংহাসন, কেঁপে উঠে সমগ্র পাকিস্তান,
তিনি হলের কিংবদন্তি, শেখ মুজিবর রহমান।
ন্যায়ের কথা বলতে গিয়ে, যিনি বারবার করেছেন কারাবরণ,
সহ্য করেছেন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার,
পূর্ব আর পশ্চিম পাকিস্তানের সীমাহীন বৈষম্য নিয়ে বারবার বসেছেন বৈঠকে,
কেবলই নায্য কথা বলতে গিয়ে যিনি বারংবার সয়েছেন অপমান,
তিনি হলেন ইতিহাসের মহানায়ক, শেখ মুজিবর রহমান।
বাঙালির মুক্তির সনদ ছয় দফা দাবী ছিলো যার,
নির্বাচনে জয়লাভ করেও যিনি দেশের কথা ভেবে ত্যাগ করেছিলেন মন্ত্রীত্ব,
যিনি চেয়েছিলেন সাধারণ মানুষর অধিকার,
শ্রমিকের নায্য পারিশ্রমিক, ফসলের সঠিক মূল্য, অর্থনৈতিক সম্বৃদ্ধি, পূর্ব পাকিস্তানের উন্নয়ন,
যিনি এনেছিলেন সোনালী দিনের ফরমান,
তিনি হলেন বাংলার অবিসংবাদিত নেতা,শেখ মুজিবর রহমান।
Информация по комментариям в разработке