Ei Nil Monihar - Lucky Akhand

Описание к видео Ei Nil Monihar - Lucky Akhand

Lucky Akhand is the living legend of Bangladesh. He is a great singer. His "Ei Nil Monihar" is probably one of the best song forever. It stunned the nation with its powerful melody and inspired thousands of music lovers alike.

গানঃ এই নীল মণিহার
শিল্পীঃ লাকী আখন্দ
কথাঃ প্রয়াত এস এম হেদায়েত
সুরঃ লাকী আখন্দ

গানের কথাঃ-
এই নীল মণিহার এই স্বর্ণালি দিনে
তোমায় দিয়ে গেলাম শুধু মনে রেখো
এই নীল মণিহার এই স্বর্ণালি দিনে
তোমায় দিয়ে গেলাম শুধু মনে রেখো ।

দ্বীপজ্বালা রাত জানি আসবে আবার
কেটে যাবে জীবনের সকল আধাঁর
দ্বীপজ্বালা রাত জানি আসবে আবার
কেটে যাবে জীবনের সকল আধাঁর
স্মরণের জানালায় দাড়িয়ে থেকে
শুধু আমায় ডেকো শুধু আমায় ডেকো
স্মরণের জানালায় দাড়িয়ে থেকে
শুধু আমায় ডেকো শুধু আমায় ডেকো ।

সন্ধানী মন কত ছন্দে মগন
ফিরে পাবো বুঝি সেই গানের লগন
সন্ধানী মন কত ছন্দে মগন
ফিরে পাবো বুঝি সেই গানের লগন
নীলিমায় দু'টি চোখ ভাসিয়ে দিয়ে
পথ চেয়ে থেকো পথ চেয়ে থেকো
নীলিমায় দু'টি চোখ ভাসিয়ে দিয়ে
পথ চেয়ে থেকো পথ চেয়ে থেকো

এই নীল মণিহার এই স্বর্ণালি দিনে
তোমায় দিয়ে গেলাম শুধু মনে রেখো ।

Комментарии

Информация по комментариям в разработке