অল্প খরচে বেশি লাভের আশায় তামাক চাষে ঝুঁকছে কৃষকেরা। তামাক চাষে সার ও কীটনাশক এর ব্যবহার

Описание к видео অল্প খরচে বেশি লাভের আশায় তামাক চাষে ঝুঁকছে কৃষকেরা। তামাক চাষে সার ও কীটনাশক এর ব্যবহার

তামাক বাংলাদেশের একটি অন্যতম অর্থকরী ফসল। রংপুর ও কুষ্টিয়ার চাষীদের তামাক চাষ এদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে। প্রতি বছর তামাক ও তামাকজাত দ্রব্যাদি হতে সরকার উল্লেখযোগ্য পরিমানে রাজস্ব আদায় করে। বর্তমানে বাংলাদেশের প্রায় ৬৫ হাজার হেক্টর জমিতে বার্ষিক প্রায় ৪২ হাজার মেট্রিক টন তামাক উৎপন্ন হয়। এর মধ্যে ১৬-১৮ হাজার হেক্টর জমি (রংপুর ও কুষ্টিয়া)তে সিগারেট তামাকের চাষ হয়। বাংলাদেশে যে তামাক উৎপন্ন হয় তা অধিকাংশই নিকৃষ্ট মানের। রংপুর, কুষ্টিয়া ছাড়াও যশোর, রাজশাহী, সিলেট, বগুড়া ও ময়মনসিংহ এলাকায়ও কিছু ভার্জিনিয়া তামাকের চাষ হয়।
বহুজাতিক এবং দেশী তামাকজাত শিল্পকারখানার সহযোগীতায় রংপুর, কুষ্টিয়া ও সিলেটে উন্নতমানের তামাক চাষ হচ্ছে। ইদানিং যশোর অঞ্চলে শৈলকুপা, ঝিনাইদহ, হরিনাকুন্ড, কোট চাঁদপুর এবং কুষ্টিয়া অঞ্চলে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা ও কোতোয়ালী থানা এলাকায় বৃটিশ আমেরিকান টোবাকো কোম্পানির তত্ত্বাবধায়নে বার্ষিক প্রায় তিন হাজার হেক্টর জমিতে উন্নতমানের ভার্জিনিয়া তামাকের আবাদ করা হয়।

আমাদের ভিডিও গুলি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখতে পারেন ও ফেসবুক পেজে লাইক দিয়ে এক্টিভ থাকুন ভিডিওটি যদি মনে হয় অন্যদের উপকার হবে বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে জাতীয় উন্নয়নে অবদান রাখুন সেই সাথে কোন কিছু জানা বা পরামর্শ থাকলে কমেন্টস করে জানাতে পারেন আমরা দ্রুত রিপ্লাই দেয়ার চেষ্টা করবো
কৃষিবিদমোঃমোজাম্মেলহক
মোবাইল নং- ০১৭১০০৪৮৪৯২ (কল করার টাইম সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত)
আমাদের ফেজবুক পেজ

  / 2377934335799519  

Комментарии

Информация по комментариям в разработке