খাবার খাওয়ার সময় যে ভুল কখনোও করবেন না | রাজিব আহমেদ | Health Tips | Durbiin.com

Описание к видео খাবার খাওয়ার সময় যে ভুল কখনোও করবেন না | রাজিব আহমেদ | Health Tips | Durbiin.com

মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী প্রকৃতির সীমা লঙ্ঘন করে উল্টাপাল্টা খাবার খায় না; সে কারণে তাদের রোগ-বালাইও হয় না। আমরা হরহামেশা উল্টাপাল্টা খাবার (আসলে অখাদ্য) খাই, আবার সুস্থ শরীর নিয়ে বেঁচেও থাকতে চাই- যা কখনোই সম্ভব নয়! উল্টাপাল্টা খাবার খায় বলে মানুষকে মলত্যাগেও দূর্ভোগ পোহাতে হচ্ছে...!

খোদ চিকিৎসাশাস্ত্রের সংজ্ঞা মতে কোনো ওষুধই নিরাপদ নয়! ওষুধ শরীরের জন্য বহিরাগত একটি রাসায়নিক পদার্থ এবং প্রত্যেকটি রাসায়নিক পদার্থেরই শরীরে কম-বেশি পার্শ্বপ্রতিক্রিয়া, বিষক্রিয়া ও মিথস্ক্রিয়া আছে। এগুলোকে ধর্তব্যের মধ্যে না নিলেও অনিরাপদ, অপ্রয়োজনীয়, ক্ষতিকর ও ব্যবহার অনুপযোগী ড্রাগস সেবন করিয়ে বিশ্বের শত কোটি মানুষকে ঠকিয়ে ওষুধ কোম্পানিগুলো একদিকে হাজার হাজার কোটি টাকার মুনাফা করছে, অন্যদিকে সেসব ড্রাগস কিনে খেয়ে সাধারণ মানুষ শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তথা সর্বস্বান্ত হচ্ছেন। কেবলমাত্র বাংলাদেশে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছেন সাড়ে ৫২ লাখ মানুষ!

রোগ হলে চিকিৎসকের কাছে যাওয়া যেমন সুখকর পরিস্থিতি নয়, তেমনি ওষুধ নামক ড্রাগস নয় কোনো নিরাপদ বস্তু। তবু আমরা অনেক সময় ওষুধ (ড্রাগস ) সেবন করি রোগ জটিল আকার ধারণ করে বলে। সে কারণে গ্রহণযোগ্য মাত্রার পার্শ্বপ্রতিক্রিয়া ও ক্ষতিকর দিকগুলো বিবেচনায় রেখেই ওষুধ (আসলে অনুমোদিত ড্রাগস বা মাদক) দিতে / খেতে হয়। কিন্তু সব রোগে ওষুধের দরকার হয় না, এমনকি ওষুধে (আসলে ড্রাগস বা মাদক) সব রোগের সমাধানও নেই। কিন্তু সে কথা কৌশলে এড়িয়ে গিয়ে একের পর এক ওষুধ (আসলে ড্রাগস বা মাদক) গেলানোটাই এখন ওষুধ কোম্পানিগুলোর মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আর সে কাজে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে সহযোগিতা করে চলেছেন দেশের সেরা মেধাবী সন্তানেরা যাঁরা কিনা ডাক্তারি পাস করে মানবসেবার লাইসেন্স নিয়েছেন!

এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের ১৫% ওষুধই (আসলে ড্রাগস) নিরাপদ নয়, যার আর্থিক মূল্য ২৫০ বিলিয়ন ডলার। আর এশিয়া আফ্রিকার কোনো কোনো অঞ্চলে ৫০% ওষুধই (আসলে ড্রাগস) মানসম্মত নয়। ওষুধ কোম্পানিগুলো রোগ নিরাময়ের জন্য কাজ করে না, তাদের লক্ষ্য ওষুধ (আসলে ড্রাগস)-এর খরিদ্দার বাড়ানো। সেজন্য যদি সুস্থ মানুষকে অসুস্থ প্রমাণ করা লাগে, সে কাজেও তারা পিছ পা হয় না !

ওষুধ (আসলে ড্রাগস)-এর যুক্তিসঙ্গত প্রয়োগের মাধ্যমে ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো যথাসম্ভব ন্যূনতম পর্যায়ে রেখে রোগীকে সর্বোচ্চ মাত্রায় সুফল প্রদানের প্রচেষ্টা চিকিৎসা-বিজ্ঞানের আসল লক্ষ্য হওয়া উচিত। কিন্তু সেখানেও 'ব্যবসা' ঢুকে গেছে; শুধু ঢোকেইনি, ভালোভাবে জাঁকিয়ে বসেছে! ওষুধ (আসলে ড্রাগস)-এর তাৎক্ষণিকভাবে রোগের টুটি চেপে ধরার অপূর্ব ক্ষমতাকেই আমরা শুধু আমলে নিয়ে থাকি, কিন্তু এর পাশাপাশি আমাদের শরীরে যে কত রকমের বিষক্রিয়ার সৃষ্টি হয়- সেটা কেউ জানি না বা তার খবরও রাখি না!

রাজিব আহমেদ এর সকল বই দূরবীনে
https://durbiin.com/author/razib-ahamed

পছন্দের যেকোনো বই পেতে ফোন করুন
01773366266, 09643007007, 01307452110

#healthtips #happiness #disease #cure #natural #books #freshfood #fitness #sickness #durbiin #foodlover #foodblogger #bookreview #business #bodycare #bodyfitnessgym #medicine #budget #superfoods #poison #treatment #doctor #joy #durbin #bookstore

______Contact with us______

Website
https://www.durbiin.com

Facebook
  / durbiin.com.bd  

YouTube
   / durbiinofficial  

Комментарии

Информация по комментариям в разработке