ভারত সীমান্তে পান্থুমাই ঝর্ণা |বড়হিল ঝর্ণা | Pontmain Sylhet

Описание к видео ভারত সীমান্তে পান্থুমাই ঝর্ণা |বড়হিল ঝর্ণা | Pontmain Sylhet

আসসালামু আলাইকুম ফরহাদ ট্রাভেলারে সবাইকে স্বাগত । বাংলাদেশ ভারত সীমান্তে মেঘালয় এর কোলে এক অসম্ভব সুন্দর গ্রাম - পান্থুমাই । পেছনে মেঘালয় পাহাড় এবং বয়ে চলা পিয়াইন নদীর পাড়ে এই গ্রামটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি। এই গ্রামের পাশেই বিশাল ঝর্ণা যার স্থানীয় নাম ফাটাছড়ির ঝর্ণা যা আমাদের কাছে পান্থুমাই হিসেবে পরিচিত। কেউ কেউ আবার বড়হিল ঝর্ণা বলেও ডাকেন।"এই ঝর্ণার মূল অবস্থান ভারতে হওয়া পরও ১০০ টাকায় ছোট ডিঙ্গি নৌকা ভাড়া করে ঝর্ণার বেশ কাছে যাওয়া যায়।
সিলেট শহরে নেমে প্রথমেই সারা দিনের জন্য CNG ভাড়া করে ফেলবেন ভাড়া পড়বে ১৬০০-১৮০০ টাকা।
CNG থেকে হাদারপাড় বাজার ঘাট কিংবা পীরের বাঁজার ঘোয়ানি ঘাঁট নামবেন ।মোটরসাইকেল ভাড়া করে ফেলবেন ভাড়া পড়বে ৬০০-৮০০ টাকা। ।মোটরসাইকেল ভাড়া জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে (০১৭৫২০৬৩৮৩৮ মোঃরেজাউল ইসলাম)
হাদার পাড় বাজারে গনি মিয়াঁর খিচুড়ি খুব বিখ্যাত। যদি খাবার সময় পান তবে যাওয়ার সময় খেতে পারেন অথবা পার্সেল করে নিয়ে যেতে পারেন ।
পান্থুমাই, লক্ষণ ছড়া, এবং বিছানাকান্দির আশপাশে থাকার ভালো ব্যবস্থা নেই। সিলেট শহর থেকে খুব সকালে গিয়ে সারাদিন বেড়িয়ে রাতে এসে থাকতে হবে সিলেট শহরেই। এ শহরে থাকার জন্য বেশ কিছু ভালো মানের হোটেল আছে।


অবশ্যই আপনার মূলবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের এই ভালোবাসা আমাদেরকে অনেক দুর এগিয়ে নিয়ে জাবে।সবাইকে ধন্যবাদ।


forhad traveller
bisnakandi sylhet bangladesh
panthumai sylhet



ভারত সীমান্তে পান্থুমাই ঝর্ণা |পানতুমাই ঝর্ণা |বড়হিল ঝর্ণা | pantumai waterfall sylhet

আত্মীয়তা সম্পর্কে যা আপনাকে আকৃষ্ট করবে: পান্থুমাই ঝর্ণা |বড়হিল ঝর্ণা | Pontmain Sylhet (Experience the Warmth of Pontmain Falls and the Bangladesh-India Border)

বাংলাদেশ ভারত সীমান্তে পান্থুমাই ঝর্ণা |বড়হিল ঝর্ণা | Pontmain Sylhet

পানতুমাই ঝর্ণা সিলেট || পান্থুমাই ঝর্ণা সিলেট || পাংথুমাই ঝর্ণা সিলেট || pantumai waterfall sylhet

Sylhet Tour Plan | একদিনে বিছনাকান্দি পান্থুমাই ঝর্ণা মায়াবী ঝর্ণা ও জাফলং ভ্রমন | সিলেট ভ্রমণ

কম খরচে সিলেটের বিছানাকান্দি এবং পান্থুমাই ভ্রমণ 🇧🇩 Sylhet Tour Plan | Bichhanakandi | Panthumai

Комментарии

Информация по комментариям в разработке