ভিডিওটি রাত ১১ টায় দিয়েছি । তাই আপলোড হতে হতে ১৪ তারিখ আসল ।
হুমায়ূন আহমেদের সম্পুর্ণ জীবনী দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ।
হুমায়ূন আহমেদ সম্পর্কে কিছু তথ্য:
হুমায়ূন আহমেদ ছিলেন একজন বাংলাদেশী ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, গীতিকার, কবি, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা । তিনি ২০শ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম । তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে গণ্য করা হয় । বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক । অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ । নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সমাদৃত । তার গ্রন্থের সংখ্যা ৩ শতাধিক ।
হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর বাংলাদেশের নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন । তার পিতা শহীদ ফয়জুর রহমান আহমদ । মাতা আয়েশা ফয়েজ । হুমায়ূন আহমেদের অনুজ মুহম্মদ জাফর ইকবাল দেশের একজন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক । তার সর্বকনিষ্ঠ ভ্রাতা আহসান হাবীব রম্য সাহিত্যিক ও কার্টুনিস্ট ।
তার চলচ্চিত্রগুলো হচ্ছে শঙ্খনীল কারাগার (১৯৯২), আগুনের পরশমণি (১৯৯৪), শ্রাবণ মেঘের দিন (১৯৯৯), দুই দুয়ারী (২০০০), চন্দ্রকথা (২০০৩), শ্যামল ছায়া (২০০৪), দূরত্ব (২০০৬), নন্দিত নরকে (২০০৬), নিরন্তর (২০০৬), নয় নম্বর বিপদ সংকেত (২০০৬), দারুচিনি দ্বীপ (২০০৭), প্রিয়তমেষু (২০০৯), ঘেটুপুত্র কমলা (২০১২) ইত্যাদি ।
তার ধারাবাহিক নাটকগুলো হচ্ছে এইসব দিনরাত্রি, বহুব্রীহি, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, আজ রবিবার, সবুজ সাথী, উড়ে যায় বকপক্ষী, এই মেঘ এই রৌদ্র, চন্দ্র কারিগর, কালা কইতর ইত্যাদি ।
তার একপর্বের নাটকগুলো হচ্ছে অচিন রাগিনী, অনুসন্ধান, অন্তরার বাবা, অপরাহ্ন, অতঃপর শুভ বিবাহ, আইনস্টাইন এবং, আজ জরির বিয়ে, আমরা ৩ জন, তারা ৩ জন, আমরা ৩ জন হে পৃথিবী বিদায়, আংটি, ইবলিশ, একদিন হঠাৎ, একটি অলৌকিক ভ্রমণকাহিনী, চন্দ্রগ্রহণ, এই বর্ষায়, একা একা, একি কাণ্ড, আমার আছে জল, এনায়েত আলীর ছাগল, মহান চৈনিক চিকিৎসক ওয়াংপি, এসো, ওপেনটি বায়োস্কোপ, কনে দেখা, কাকারু, খোয়াব নগর, গনি সাহেবের শেষ কিছুদিন, যাত্রা, গৃহসুখ প্রাইভেট লিমিটেড, সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড, গুণীন, চেরাগের দৈত্য, চিপা ভূত, চোর, ছেলে দেখা, জিন্দা কব্বর, জহির কারিগর, জুতা বাবা, জুতার বাক্স, জইতরি, জল তরঙ্গ, 24 ক্যারেট ম্যান, তুরুপের তাস, তৃতীয় নয়ন, চার দুকোনে চার, নাট্য মঙ্গলের কথা বলে পুণ্যবান, নিম ফুল, নগরে দৈত্য, প্রজেক্ট হিমালয় ইত্যাদি ।
Информация по комментариям в разработке