সবচেয়ে সুন্দর কবুতর জ্যাকোবিনের দাম ও পালন পদ্ধতি সম্পর্কে জেনে নিন (Jacobin Pigeon )

Описание к видео সবচেয়ে সুন্দর কবুতর জ্যাকোবিনের দাম ও পালন পদ্ধতি সম্পর্কে জেনে নিন (Jacobin Pigeon )

জ্যাকোবিন কবুতর একটি ঘরোয়া শৌখিন এশিয়াটিক কবুতরের জাত যার উৎপত্তি ভারতে। পরবর্তীতে বহু বছর ধরে সিলেকটিভ ব্রিডিং এর মাধ্যমে এটি বিকাশ লাভ করে। এটি মূলত প্রদর্শনীর জন্য সবেথেকে জনপ্রিয়। এদের ঘাড়ে ৫ থেকে ৬ টি পালক থাকে যা মাথার উপর পর্যন্ত বিস্তৃত। এই পালক গুলোকে একত্রে হুড বলা হয়ে থাকে এবং হুড এর ভেতর সে তার মাথা লুকিয়ে রাখে যার কারণে অন্যান্য কবুতরের জাত থেকে এটি ভিন্নভাবে কবুতর প্রেমিদের মনে জায়গা করে নিয়েছে। এটি তুলনামূলক ভাবে আকারে লম্বা ও পাতলা গরন বিশিষ্ট হয়ে থাকে। সাধারণত ৫ টি রঙের জ্যাকোবিন বেশি দেখা যায়। এর মধ্যে সাদা জ্যাকোবিনের দাম সবচেয়ে বেশি । এর পরে রয়েছে বাদামী, হলুদ, লাল ও কালো রঙের জ্যাকোবিন। তবে এখন অনেক মিশ্র রঙের জ্যাকোবিন পাওয়া যায়। দামেও অনেক তারতম্য রয়েছে।

Комментарии

Информация по комментариям в разработке