সিনেমার মতো বড় পর্দায় দেখা যাবে ঘুমের মধ্যে দেখা স্বপ্ন! Dream | Bijoy TV

Описание к видео সিনেমার মতো বড় পর্দায় দেখা যাবে ঘুমের মধ্যে দেখা স্বপ্ন! Dream | Bijoy TV

#Dream #স্বপ্ন
স্বপ্নে কি দেখলে কি হয়,স্বপ্নে কি দেখলে কি হয়,স্বপ্নে দেখা,স্বপ্নের ব্যাখ্যা,স্বপ্নে মনের মানুষ দেখা,স্বপ্নের তাবির,স্বপ্নে ভালো-মন্দ দেখার পর যা,স্বপ্ন,স্বপ্নে মনের মানুষ কে দেখলে কি হয়,গর্ভাবস্থায় সাদা সাপ স্বপ্নে দেখলে কি হয়?,স্বপ্নে কাছের মানুষকে দেখলে,স্বপ্নে দূরের মানুষকে দেখলে,স্বপ্নে নিজের মৃত্যু হবে দেখলে কি হয়,স্বপ্নে নিজের মৃত্যু হতে দেখলে কি হয়,স্বপ্নে নিজের মৃত্যু নিজে দেখলে কি হয়,স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কি হয়

আমরা প্রতিনিয়ত যে স্বপ্ন দেখি, সেগুলোর বেশির ভাগেরই রেশ সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই ফুরিয়ে যায়। তবে, কেমন হতো যদি পছন্দের স্বপ্ন বারবার ফিরে দেখা যেত! অবাস্তব মনে হলেও এই স্বপ্ন সত্যি হওয়ার পথে। আর এই অসাধ্য সাধন করেছেন জাপানের বিজ্ঞানীরা।
দীর্ঘ গবেষণার পর জাপানের বিজ্ঞানীরা এমন একটি যন্ত্র তৈরি করেছেন যাতে রেকর্ড করা সম্ভব মানুষের স্বপ্ন। ভুলে গেলেও রেকর্ড হওয়া স্বপ্ন থেকে বুঝে নিতে পারবেন স্বপ্নে ঠিক কী দেখেছিলেন! স্বপ্নগুলোকে যেন সিনেমার মতো দেখা যায়, সেই ব্যবস্থা করেছেন জাপানি গবেষকেরা।
অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি যন্ত্রটি মস্তিষ্কের প্রতিচ্ছবি তুলতে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে স্বপ্নের রহস্যময় এলাকায় প্রবেশ করতে পারে এই যন্ত্র। সেখানে অনুসন্ধান চালিয়ে স্বপ্ন তুলে আনতে সাহায্য করবে যন্ত্রটি।
জাপানের কিয়োটোতে অবস্থিত “এটিআর কম্পিউটেশনাল নিউরোসায়েন্স”-এর গবেষণাগারে এই সংক্রান্ত গবেষণা চালান বিশেষজ্ঞরা। যেখানে তারা ঘুমের প্রাথমিক পর্যায়ে থাকাকালীন স্বেচ্ছাসেবকদের কার্যকলাপ পর্যবেক্ষণ করেন।
গবেষণায় অংশগ্রহণকারীদের মস্তিষ্কের প্রতিচ্ছবিগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ৬০ শতাংশ নির্ভুলভাবে স্বপ্নের বিষয়বস্তুগুলোর ভবিষ্যদ্বাণী করতে সফল হয়েছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এটিআর কম্পিউটেশনাল নিউরোসায়েন্সের গবেষক অধ্যাপক ইউকিয়াসু কামিতানির দাবি, ঘুমের সময় মস্তিষ্ক যা কাজকর্ম চালায় তা থেকে স্বপ্নের বিষয়বস্তু বার করে তা প্রকাশ করতে সক্ষম হয়েছেন তারা।
অত্যাধুনিক অ্যালগরিদমগুলোর সঙ্গে মস্তিষ্কের প্রতিচ্ছবিগুলোকে একত্র করে তার থেকে ভিডিও তৈরির চেষ্টা করেছেন বিজ্ঞানীরা। সেই ভিডিও পরবর্তীকালে চালিয়ে দেখা যাবে ইচ্ছেমতো। এই প্রযুক্তির সাহায্যে মস্তিষ্কের নানা ক্রিয়াকলাপকে ব্যবহার করে স্বপ্নের কিছু দিক উদ্ভাসিত হওয়ার অপার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন গবেষকেরা।
তবে, স্বপ্ন রেকর্ড করার যন্ত্রটি এখনও গবেষণার প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। পুনর্গঠিত স্বপ্নের রেজোলিউশন আরও ভালো করার চেষ্টা চালাচ্ছেন জাপানি বিজ্ঞানীরা। আপাতত যন্ত্রটিকে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আরও উন্নত করতে চেষ্টা করছেন তারা।
copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

Комментарии

Информация по комментариям в разработке