কুমিল্লা কাজী অফিসে বিবাহ রেজিস্ট্রেশন | দেশের বিভিন্ন প্রান্ত থেকে আস্থা রাখছেন নবদম্পতিরা

Описание к видео কুমিল্লা কাজী অফিসে বিবাহ রেজিস্ট্রেশন | দেশের বিভিন্ন প্রান্ত থেকে আস্থা রাখছেন নবদম্পতিরা

আলহামদুলিল্লাহ! কুমিল্লা কাজী অফিসে আজকের বিবাহ কার্যক্রমে আমরা এক কলেজ পড়ুয়া যুগলের নতুন জীবনের সূচনা করতে পেরেছি। তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার বরকত কামনা করছি এবং তাদের দাম্পত্য জীবন সুখ, শান্তি, ও রহমত মণ্ডিত হোক—আমিন!

دُعَاءُ النِّكَاحِ

بَارَكَ اللهُ لَكُمَا وَبَارَكَ عَلَيْكُمَا وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

উচ্চারণ: “বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা’আ বাইনাকুমা ফি খাইর।”

অর্থ: আল্লাহ তোমাদের মধ্যে বরকত দান করুন, তোমাদের উপর তাঁর রহমত বর্ষণ করুন এবং তোমাদেরকে কল্যাণের মধ্যে একত্রিত করুন।

আমাদের কুমিল্লা কাজী অফিসে ইসলামিক শরিয়া মোতাবেক বিবাহ কার্যক্রমের সেবা অব্যাহত রয়েছে। আমরা আন্তরিকভাবে দোয়া করি এই নবদম্পতির দাম্পত্য জীবন বরকতপূর্ণ ও সুখী হোক।
কুমিল্লা কাজী অফিসে আপনাদের যে কোনো বিবাহ সংক্রান্ত সহায়তার জন্য আমরা সবসময় পাশে আছি।

📜 আলহামদুলিল্লাহ! কুমিল্লা কাজী অফিসে বিবাহ রেজিস্ট্রেশন ও কোর্ট ম্যারেজ কার্যক্রম চলমান রয়েছে।

আল্লাহর রহমতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ আমাদের কুমিল্লা কাজী অফিসে এসে তাদের বিবাহ কার্যক্রম সম্পন্ন করছেন। আমরা আন্তরিকভাবে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের উপর বিশ্বাস রেখেছেন।

আমাদের লক্ষ্য ইসলামিক শরিয়া ও আইনি বিধান মেনে প্রত্যেক দম্পতির জন্য সহজ, নির্ভরযোগ্য এবং সঠিক সেবা প্রদান করা। আপনারা সবাই আমাদের অফিসে এসে আস্থা রেখেছেন, এজন্য ধন্যবাদ জানাই এবং নবদম্পতিদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাদের জীবনে শান্তি, সুখ, ও সমৃদ্ধি দান করেন। আমিন!

কুমিল্লা কাজী অফিস—যেকোনো বিবাহ ও কোর্ট ম্যারেজের প্রয়োজনে আমরা আছি আপনার পাশে।

Комментарии

Информация по комментариям в разработке