Achin Desher Majhi - অচিন দেশের মাঝি | Habib ft Helal | Kari Aamir Uddin | Sound with Lyrics

Описание к видео Achin Desher Majhi - অচিন দেশের মাঝি | Habib ft Helal | Kari Aamir Uddin | Sound with Lyrics

অচিন দেশের মাঝি
কারী আমীর উদ্দিন

অচিন দেশের মাঝি ভাই রে
তুমি কোন দেশে যাও বাইয়া।
শোন মাঝি তোমায় জানাই
কইও খবর বাবার কাছে
ও তার দেখা যদি পাই।
কইও নাইওর নিবার মানুশ পাঠাও
পানসি নাও সাজাইয়া।

বাবা যদি রাজি নিবে না নাইওর
বিনয় করে কইয়ো রে মাঝি আমার
আরেক টি খবর।
কই এই এই আষাঢ়ে স্রোতে লহর
যাবেরে উজাইয়া।

যে দেশেতে আমির উদ্দিনের সুখেরি নিশ্বাস
সে দেশেতে দিবেরে বাবায় আগে করিনি বিশ্বাস।

কইও আমারে দিয়ে পরবাস
থাকো সুখি হইয়া।
মাঝি তুমি কোন দেশে যাও বাইয়া।

Комментарии

Информация по комментариям в разработке