Amar Bhanga Tori Chera Pal' is a popular Baul song, which became widely known mainly through the voice of artist Kishore Palash. In this video, you can enjoy the complete song in the tune of the flute.This is a folk or Baul style song, which expresses a deep spiritual and life-oriented feeling. This song by Kishore Palash has gained a lot of popularity on YouTube and has been covered by various artists.The song expresses the uncertainty, suffering and pain of human life, and the desire to pray to the Creator for mercy. "Bhanga Tori Chehra Pal" carries a metaphorical meaning of the struggle of life, where the sailor of life pleads for guidance from a kind person.The melody of the flute relaxation us all. And the melody of this flute fills the mind. You will find many such flute songs on this channel, which will help calm your curiosity.
আমার ভাঙ্গা তরী ছেড়া পাল একটি জনপ্রিয় বাউল গান, যা মূলত শিল্পী কিশোর পলাশের কণ্ঠের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করে। আমার এই ভিডিও তে বাঁশির সুরে সম্পূর্ণ গান টি উপভোগ করতে পারবেন।এটি একটি ফোক বা বাউল ঘরানার গান, যেখানে আধ্যাত্মিক এবং জীবনমুখী গভীর ভাব প্রকাশ পায়।কিশোর পলাশের এই গানটি ইউটিউবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং বিভিন্ন শিল্পী গানটির কভার করেছেন। গানটিতে মানব জীবনের অনিশ্চয়তা, দুঃখ-কষ্ট এবং সৃষ্টিকর্তার প্রতি করুণা প্রার্থনা করার আকুতি প্রকাশ পেয়েছে। "ভাঙ্গা তরী ছেড়া পাল" জীবন সংগ্রামের একটি রূপক অর্থ বহন করে, যেখানে জীবনের মাঝি এক দয়ালের কাছে পথ দেখানোর জন্য আকুল আবেদন জানায়। গানটি তার মর্মস্পর্শী কথা এবং হৃদয়বিদারক সুরের কারণে শ্রোতাদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে। মনমাতানো বাঁশির সুর আমাদের সকলকেই মুগ্ধ করে দেয়। আর এই বাঁশির সুরে মন ভরে যায়। এরকমই বহু বাঁশির মাধ্যমে গানের সুর পাবেন এই চ্যানেলে , যা আপনার মনের কৌতূহলকে শান্ত করতে সহায়তা করবে। গান টির লিরিক্স হোল আমার ভাঙ্গা তরী ছেড়া পাল চলবে আর কত কাল,ভাবি শুধু একা বসিয়া, রে দয়াল,এভাবে আর চলবে কতকাল।তরী কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কাদিয়া,কিনারায় ভিরাইয়া ভাবি শুধু কাদিয়াযাবে কি এমনি দিনও হাল রে দয়াল,এভাবে আর চলবে কতকাল।আমার ভাঙা তরী ছেড়া পালচলবে আর কত কাল,ভাবি শুধু একা বসিয়া, রে দয়াল,এভাবে আর চলবে কতকাল।জীবণ দিলা কাঞ্চা বাঁশেরখাচারই মতন,যত্ন নেবার আগেই তাহাভাঙ্গে অবিরত, দয়াল ভাঙ্গে অবিরত।ধনীরে ধন দিলাগরীবের তুইলা পিঠের ছাল রে দয়াল,এভাবে আর চলবে কতকাল,আমার ভাঙ্গা তরী ছেড়া পালচলবে আর কত কাল,ভাবি শুধু একা বসিয়া, রে দয়াল,এভাবে আর চলবে কতকাল।সুখের পাখি নীড় বাঁধিতেযায়না সে ভুলে,যত্ন করে নীড় বাঁধে হায়সুখেরই দুকুলে, দয়াল সুখেরই দুকুলে।তেলে চুলে তেল দিলাবুঝলানা জটা চুলের হাল রে দয়াল,এভাবে আর চলবে কতকাল।আমার ভাঙা তরী ছেড়া পালচলবে আর কত কাল,ভাবি শুধু একা বসিয়া, রে দয়াল,এভাবে আর চলবে কতকাল।
Информация по комментариям в разработке