সঠিক ভাবে করুন চাষ ফলন পাবেন ১০ মাস যশোরের লতিরাজ বারি-১ কচু চাষ

Описание к видео সঠিক ভাবে করুন চাষ ফলন পাবেন ১০ মাস যশোরের লতিরাজ বারি-১ কচু চাষ

#কচু /#লতি/#লতিরাজ
যারা বেকার আছেন, কৃষিতে কিছু করতে চান এই পোস্ট টা তাদের জন্য। যারা বাণিজ্যিক ভাবে চাষ করতে চান।

একটা পতিত জমি, সামান্য কিছু বিনিয়োগ আর একটু পরিশ্রম এর মাধ্যমে নিজের এবং পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন।

🎄 1 বিঘা জমি থেকে প্রতি সপ্তাহে ৫/৬ মন লতি বিক্রি করা যায়। যার বাজার মূল্য নূন্যতম ৬০০০/৮০০০ টাকা।

লতিরাজ কচু আমাদের দেশে একটি অতি পরিচিত নাম। কচুর লতি মূলত পানি কচুই।যে সব জমিতে পানি আটকায় থাকে, ছায়া পড়ে, ফসল ভালো হয় না , সেসব জমি লতিরাজ কচু চাষ করার জন্য বেছে নিন।ধানের চেয়ে তিনগুন লাভ বেশি দিবে লতিরাজ কচু ইনশাআল্লাহ।

↔️ লতিরাজ কচুর জীবনকাল ২৪০-৩০০ দিন। লতিরাজ কচু আমাদের দেশের সব অঞ্চলেই চাষ করা যায়।

লতিরাজ কচুর লতি উষ্ণ জলবায়ু পছন্দ করে।এ জাতের কচুর লতি চাষের জন্য জমি হতে হবে নিচু, মাঝারি নিচু যেখানে বৃষ্টির পানি জমে। লতি কচু অল্প আলো বা ছায়াতেও ভাল জন্মাতে পারে। প্রখর রোদে ভাল ফলন হয়। প্রায় সব ধরনের মাটিতে কচুর লতির চাষ করা যায়। তবে পলি দো-আঁশ ও বেলে দোআঁশ মাটিতে কচুর লতি চাষ করা উত্তম।

🎄লতিরাজ কচুর চারা আগস্ট- নভেম্বর মাসে লাগানোর উপুযুক্ত সময় ।
🎄🎄চারা রোপণের ৪৫ দিন পর থেকে ১০ মাস বয়স পর্যন্ত লতি সংগ্রহ করা যায়।
🎄🎄🎄২০০-২২০ দিন বয়সে কাঠকচু বিক্রির উপযুক্ত হয়।

↔️ বাংলাদেশের অনেক জেলাতেই লতিরাজ কচু চাষ করে বেকার সমস্যার সমাধান ও ভাগ্য পরিবর্তন করেছে । লতিরাজ কচু চাষ পদ্ধতি জেনে বুঝে করলে আর্থিক ভাবে ভালো লাভবান হওয়া যায়। আমি নিজেই দীর্ঘদিন যাবৎ ভালো ইনকাম পাচ্ছি।

↔️ লতিরাজ বারি ওয়ান / পানি কচু /কাঠ কচুর চারা পেতে চান এবং সার্বিক সহযোগিতা পেতে যোগাযোগ করুন

ঘরে বসে অর্ডার করুণ, ২ দিনে সারা বাংলাদেশ উপজেলা থানা পর্যায়ে ডেলিভারি, (হোম ডেলিভারি - শর্ত প্রযোজ্য)

অর্ডার করার নিয়ম
নামঃ
ঠিকানাঃ
ফোন নাম্বারঃ
WhatsApp

অথবা কল করে অর্ডার করতে পারেন।
পাইকারি নিতে সরাসরি কল করুন
01753190807

যারা চাষ করতে আগ্রহী আশা করি তারাই যোগাযোগ করবেন ।
চারা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন...
মামুন: 01753190807
(যশোর)
খালি জায়গা ফেলে রাখবেন না,
কচু লাগিয়ে দিন আর ইনকাম করুণ বাণিজ্যিক ভাবে।
ধন্যবাদ

Комментарии

Информация по комментариям в разработке