মহাখালীতে হাফসা আলমের ছাদকৃষি | পর্ব ৩১৩ | Shykh Seraj | Channel i |

Описание к видео মহাখালীতে হাফসা আলমের ছাদকৃষি | পর্ব ৩১৩ | Shykh Seraj | Channel i |

মহাখালীতে হাফসা আলমের ছাদকৃষি
সম্পূর্ণ ভিডিও-    • মহাখালীতে হাফসা আলমের ছাদকৃষি | পর্ব ...  
======================

ঢাকা মহাখালী ফ্লাইওভারের পাশে অবস্থিত সবুজের এ আয়োজন। একটু দূর কিংবা উপর থেকেও ঘন সবুজ এই ফসলের উদ্যোগটি চোখে পড়ে। এর উদ্যোক্তা হাফসা আলম ও শাহ আলম স্বপন দু’জনেই দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে এখন দেশে বসবাস করছেন। তবে তারা চেয়েছেন সবুজ উদ্ভিদের কাছাকাছি থাকতে। উপভোগ করতে চেয়েছেন নিজ হাতে ফসল ফলানোর। এজন্যই পরিকল্পিতভাবে গড়েছেন ছাদকৃষি।

দর্শক, শহর কিংবা গ্রাম সব মানুষের মাঝেই কৃষি নিয়ে ভাবনার একটা পরিবর্তন আসছে। আমরা লক্ষ্য করছি, কমবেশি সবাই নিজের খাদ্য নিজে উৎপাদনে আগ্রহী হচ্ছেন। বিষমুক্ত ও নিরাপদ খাদ্য প্রাপ্তির প্রত্যাশায় অনেকেই যতটুকু সুযোগ আছে সেখানে ফসল উৎপাদনের চেষ্টা করছেন। সবমিলে কৃষির সঙ্গে যুক্ত থাকাটা এখন নাগরিক চাহিদা ও সৌন্দর্যের অংশ হয়ে উঠছে। কৃষি ও ফসলের সঙ্গে সব মানুষের এই সম্পর্ক উন্নয়নের যোগসূত্র তৈরি করেছে ছাদকৃষি।

লক্ষ্য করুন, এখানে অনেকগুলো বস্তায় চাষ হচ্ছে মসলা জাতীয় ফসল। ব্যাগিং পদ্ধতির এই চাষ ব্যবস্থাটি গ্রহণ করছেন অনেকেই।

দর্শক, যেকোনো ধরনের উদ্যোগেই তরুণদের মেধা ও শ্রম খুব প্রয়োজন। তাদের উপর ভর করেই বিনির্মাণ হবে আগামীতে দেশ উন্নয়নের সব খাত। কৃষিও তার ব্যতিক্রম নয়। ছাদকৃষির ক্ষেত্রেও যদি বলি, তাহলে পরিবারের তরুণ বা নতুন প্রজন্মের অংশগ্রহণ থাকলে সেটিই হবে সবচেয়ে আশাব্যঞ্জক।

স্থায়ী কাঠামো, মাচা কিংবা গাছ সবখানেই লতানো সবজি দেখা যাচ্ছে। এসব দিয়েই মিটছে পরিবারের সবজি চাহিদার অনেকাংশ।

এই মাটি ও ফসলের সান্নিধ্য হাফসা আলমকে জোগাচ্ছে সাহিত্য চর্চার অনুভূতিও।

প্রিয় দর্শক, জট জঞ্জালের এই শহরেও এমন কৃষির আয়োজন নিঃসন্দেহে অনন্য উদ্যোগ। শত ব্যস্ততার মাঝেও হাফসা আলম ও শাহ আলম দম্পতি নিয়মিত অনুশীলন করছেন। ফলে পাচ্ছেন বিশুদ্ধ ফল ও সবজি। আমরা মনেকরি, দেশের এখনও বিভিন্ন শহরে যেসব ছাদ বা জায়গা অকারণ পড়ে আছে, সেখানে প্রাত্যহিক জীবনাচারের সঙ্গে ছাদকৃষি চর্চা করতে পারেন।

Facebook:   / shykhseraj  
YouTube:    / shykhseraj  
Twitter:   / shykhseraj  
Instagram:   / shykhseraj  
Linkedin:   / shykhseraj  

#SSERAJ

Комментарии

Информация по комментариям в разработке