Singular Verbs vs Plural Verbs | একবার শিখে আজীবন মনে রাখুন | By Shohag Sir

Описание к видео Singular Verbs vs Plural Verbs | একবার শিখে আজীবন মনে রাখুন | By Shohag Sir

Singular verb & Plural Verb-এরা ইংরেজি গ্রামারের অবশ্য পাঠ্য।

Verb- যাকে ছাড়া ইংরেজি পুরোপুরি অসম্পূর্ণ। এক কথায় যাকে ইংরেজির Soul বলা যেতে পারে।

শুধু ইংরেজি কেন। এই পৃথিবীতে যত ভাষা প্রচলিত আছে তার কোনটাই Verb অর্থাৎ ক্রিয়া ছাড়া প্রকাশ করা সম্ভব নয়। ইংরেজি verb গুলো শেখার ক্ষেত্রে আমরা প্রথম যে ধাক্কাটা খাই সেটা হছে ইংরেজি ভাষায় ব্যবহৃত কোন Verb গুলো Singular এবং কোন Verb গুলো Plural.

এখন বলতে পারেন, এ আর এমন কি ব্যাপার। কোন গুলো Singular এবং কোন গুলো Plural এটা তো আমরা সবাই ই জানি।

হুম। আমি আপনার সাথে পুরোপুরি একমত। এগুলো আমরা সবাই ই জানি।

কিন্তু কিভাবে জানি।

হ্যাঁ, একদম ঠিক। এগুলো আমরা ছোটবেলায় মুখস্থ করেছি। হয়তো বুঝে নয়তো না বুঝে।

আমরা সবাই জানি মুখস্থ বিদ্যা অনেকটা চায়না প্রোডাক্টের মতো। কিছু সময় পার হতে না হতে শেষ।

যখন এই verb গুলোর প্রয়োজন হয় তখন তাদের কে পুরোপুরি মনে করতে পারি না। কারন ঐ যে বুঝে কিংবা না বুঝে মুখস্থ করেছি।

এই বুঝে না বুঝে মুখস্থ করার কারনে আমরা সবচেয়ে বেশী সমস্যায় পরি প্রয়োগের বেলায়। আপনি যদি ঠিক মতো প্রয়োগ ই করতে না পারেন তবে মুখস্থ করাটা কি এক ধরনের পণ্ডশ্রম নয়?

এই পণ্ডশ্রম থেকে আপনাদেরকে চিরতরে মুক্তি দেওয়ার জন্যই আজকের এই Article.

প্রথমেই আপনাদের কাছে জানতে চাইবো Singular শব্দটির শুরুটা হয়েছে কি দিয়ে? অর্থাৎ ইংরেজি বর্ণমালার কোন বর্ণ দিয়ে এই Singular শব্দটি শুরু হয়েছে?

‘S’ দিয়ে !!!

এখানেই আসল খেলা। যেহেতু Singular শব্দটি ‘S’ দিয়ে শুরু হয়েছে সেহেতু আপনি খুজে দেখুন তো নিচের কোন Verb গুলোর শেষে ‘S’ রয়েছে অর্থাৎ কোন Verb গুলো ‘S’ দিয়ে শেষ হয়েছে?

S কিংবা ES দিয়ে শেষ হয়েছে এমন Verb গুলো হচ্ছে
is
was
has
Verb + s/es (makes, takes, comes, wants etc.)

সুতরাং আমরা বলতে পারি যে Verb গুলোর শেষ হয়েছে ‘S’ দিয়ে সেগুলো Singular Verbs.

এবার চট করে বের করে ফেলুন Plural Verb কোন গুলো।

Plural verb গুলো হচ্ছেঃ
are
were
have
Verb-এর Base Form (make, take, come, want etc.)

Singular এবং Plural Verb গুলোকে আলাদা করার পর যে Verb গুলো বাকি রইল তারা হচ্ছেঃ
am
had

এখানে ‘am’ Verb টি Singular নাকি Plural এই তর্কে যাওয়াটাই বোকামি।

আপনি কি কখনো এই ‘am’ Verb টিকে ‘I’ ছাড়া অন্য কোন Subject-এর সাথে বসতে দেখেছেন?

দেখুন তো কখনো এমন দেখেছেন কি না?

He am!!!
She am!!!
It am!!!
They am!!!
We am!!!
Bangladesh am!!!
India am!!!

খুব বেশী সময় না ভাবলেও চলবে। কারন ‘am’ এর এমন ব্যবহার আপনারা কখনোই দেখেন নি। অর্থাৎ, আপনারা সর্বদা am কে ‘I’ এর পরেই দেখেছেন।
তাহলে এই ‘am’ যখন ‘I’ এর সাথে আজীবন চুক্তিকে আবদ্ধ তখন ‘am’ Verb টি Singular নাকি Plural এই নিয়ে আপনার আমার চিন্তা না করলেও চলবে।

এবার চলুন had কে নিয়ে কিছু কথা বলি। had কে আপনারা বলতে পারেন জামেলামুক্ত অতি সহজ-সরল Verb.

কারন Had সবার পরেই বসে।
যেমনঃ
I had.
He had.
She had.
You had.
We had.
They had.
Bangladesh had.
India had.

This channel has been created to make English education more accessible. As a developing country, we have to rely heavily on English. There is no substitute for learning English to keep pace with the developed world. Besides, English plays a very important role in starting a smart career.

Many of us dream of getting a good job after finishing our education. And the role of English in getting this good job is undeniable. After passing the higher secondary level, most of the students of our country look for a better option to ensure their most cherishable higher education from a recognized university like DU, JnU, JU, CU, RU, Medical College, BUET, and so on. Without a good command of English, the dream of getting a chance in such accredited universities will never come true.

With these issues in mind, we have created this channel so that boys and girls in every part of Bangladesh can overcome their fear of learning English through this channel.

By becoming a partner in fulfilling your dreams, this channel will one day move forward with your hands to the common people of Bangladesh.

Your victory means the victory of this channel. Your success means the success of this channel.
Your moving forward means moving forward on this channel.

You can find me on Facebook:   / shohag.shohagshahid  

Our Facebook Group:   / insandoutsshohagsir  

Our Facebook Page:   / englishrechargebd  

Комментарии

Информация по комментариям в разработке