তিন দিনের জ্বর | Ephemiral Fever |

Описание к видео তিন দিনের জ্বর | Ephemiral Fever |

বোভাইন এফিমেরাল ফিভার
গবাদিপশুর একটি ভাইরাস জনিত সংক্রামক রোগ। বোভাইন এফিমেরাল ফিভার আকস্মিক হয় এবং তিন দিন স্থায়ী থাকে বলে এ রোগকে তিন দিনের জ্বর বা থ্রি ডেজ সিকনেস বলে। এ রোগে আক্রান্তের হার ৫-১০০% এবং মৃত্যুর হার ২%। রক্ত শোষক কীট-পতঙ্গ আক্রান্ত প্রাণী হতে সুস্থ পাণিতে ভাইরাস ছড়ায়। প্রধানত মশা, ডাঁশ, মাছি প্রভৃতি এই ভাইরাস বহন ও সংক্রমন ঘটায়।
রোগ পরিচিতি
রোগের নাম বোভাইন এফিমেরাল ফিভার
(Bovine Ephemeral Fever)
রোগের ধরণ ভাইরাস জনিত সংক্রামক রোগ
জীবাণুর নাম Bovine Ephemeral Fever Virus
সংক্রমণ গরু ও মহিষ
মৃত্যুর হার খুব কম
সংক্রমণের বয়স যেকোন
চিকিৎসা চিকিৎসায় প্রাণি ১০০ ভাগই সুস্থ্য হয়।
রোগের কারণ
Rhabdoviridae গোত্র ভুক্ত Vesiculovirus জেনাসের Bovine Ephemeral Fever Virus বা বোভাইন এফিমেরাল ফিভার ভাইরাস এই রোগের কারণ। এই রোগ গ্রীষ্মমন্ডলীয় এবং উপ-গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে এবং গরু ও মহিষের পালন যে অঞ্চলে বেশি সেখানে মহামারি আকারে সংক্রমিত হতে দেখা যায়।
বোভাইন এফিমেরাল ফিভার রোগের লক্ষণ
• আক্রান্ত পশুর ক্ষুধামন্দা ও কাঁপুনি সহ প্রচন্ড জ্বর দেখা যায়।
• তাপমাত্রা ১০৫ – ১০৭ ডিগ্রী ফারেনহাইট থাকে।
• নাক, মুখ ও চোখ দিয়ে তরল পদার্থ পড়তে দেখা যায়।
• পরবর্তীতে দেহের বিভিন্ন অস্থিসন্ধির স্থানে ব্যাথা হয় ফলে গরু খুড়িয়ে হাটে।
• আক্রান্ত গরু হাপাতে থাকে।
• মুখ দিয়ে প্রচুর পরিমানে লালা পরে।
• চোখ দিয়ে পানি বের হয়।
• ৩৬ ঘন্টার মধ্যে তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসে।
• দুধ উৎপাদন কিছুটা কমে যায়।
• গর্ভাবস্তার শেষ দিকে হলে গর্ভপাত হতে পারে।
• প্রথমে এক পায়ে এবং পরে দুই পায়ে খোঁড়াতে থাকে। ।
• পায়ের গীরাগুলো ফুলে যায়।
• অনেক সময় ব্যথার কারণে গরু হাটতে বা দাঁড়াতে পারেনা।
• তিন দিনের পর গরু দাঁড়াতে এবং খেতে পারে তবে এক সপ্তাহ পর্যন্ত গরু দুর্বল থাকে।
• জ্বরের পরিমান খুব বেশি হলে গরুর প্যারালাইসিস ও মৃত্যুও হতে পারে।
#fever
#threedaysfrver
#cow
#cowvideos

Комментарии

Информация по комментариям в разработке