পৃথিবীর, এমনকি ভারতের অন্যান্য ব্যাঘ্রপ্রকল্পের তুলনায় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। সুন্দরবন পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বনভূমি, যেখানে বাঘ বিচরণ করে এবং এখনও টিকে আছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই বাদাবনের প্রাকৃতিক সৌন্দর্যের টানে পর্যটন মরসুমের চার মাসে কয়েক লক্ষ দেশি ও বিদেশি পর্যটক সংরক্ষিত বনাঞ্চলের মাত্র কয়েক শত বর্গ কিমি এলাকায় দাপিয়ে বেড়ান। এ ছাড়াও নানা কারণে সুন্দরবনের নদী-খাঁড়ি— যা ইতিমধ্যে ‘রামসার সাইট’-এর অন্তর্ভুক্ত— তাতে বাড়ছে দূষণের মাত্রা, হারিয়ে যাচ্ছে উদ্ভিদ ও প্রাণী প্রজাতি।
এর পর যদি সুন্দরবনকে বাঘ সাফারির মাধ্যমে পর্যটনের অবাধ বিচরণের ক্ষেত্র হিসেবে হাট করে খুলে দেওয়া হয়, তার পরিণতি সুন্দরবনের অতি সংবেদনশীল বাস্তুতন্ত্রের পক্ষে সুখকর হবে বলে মনে হয় না। কয়েক বছর পূর্বে ‘সহারা ইন্ডিয়া’র সুন্দরবন পর্যটন প্রকল্প তৎকালীন সংসদীয় কমিটির সুপারিশে বাতিল হয় এবং তাতে সুন্দরবনবাসী, বিশেষত সুন্দরবনের বনজ ও জলজ সম্পদ আহরণকারী কয়েক হাজার পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলে।
পশ্চিমবঙ্গে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 102। রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যাতেও সেঞ্চুরি করে ফেলেছে বাংলা । আগামিকাল, 29 জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসের খুশির খবর, গত চার বছরে সুন্দরবনে বাঘ বেড়েছে 13টি । বিশ্বের বৃহত্তম বাদাবনে কত সংখ্যক বাঘ আছে তা গুনতে ৭২০টি বিশেষ স্থানে প্রায় ১৫০০টি ক্যামেরা বসানো হয়েছিল। এই ক্যামেরাগুলি সঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্য বন দফতরের ৪০ জন কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের কাজে লাগানো হয়। গত বছরের ২৭ নভেম্বর থেকে শুরু হয়েছিল বাঘ গণনার কাজ। মোট ১০ হাজার ২০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়ে ওঠা সুন্দরবনের মধ্যে ৪ হাজার ২০০ বর্গ কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গে। আর এই বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছিল গণনা। সেই গণনায় দেখা গেল বাঘের সংখ্যা সেঞ্চুরি পার করেছে সুন্দরবনে।
সংগৃহীত
𝗪𝗲𝗹𝗰𝗼𝗺𝗲 𝘁𝗼 𝗛𝗶𝗹𝘀𝗮 𝗙𝗲𝘀𝘁𝗶𝘃𝗮𝗹 at 𝗦𝘂𝗻𝗱𝗮𝗿𝗯𝗮𝗻
🐱🐱🐱
সবারে করি আহ্বান
🐟🐟🐟 বর্ষাকালে⛈️ সুন্দরবনের বিশেষ আর্কষন ইলিশ উৎসব, নানা রকমের ইলিশের পদ নিয়ে হাজির থাকছি, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, কচুশাক ইলিশ, দই ইলিশ, ইলিশ মাছের পাতুরি ও আরও অনেক কিছু। 🐟🐟🐟
⛵⛴️🛥সারাদিন বোটে করে জঙ্গল পরিদর্শন আর সঙ্গে থাকছে লোভনীয় রকমা
দর্শনীয় স্থান : ⛵🚢🏠
হ্যামিল্টন , বেকনবাংলো , পাখীরজঙ্গল , দয়াপুর , সজনেখালী় , সুধন্যখালি , দোবাঁকি , বনবিবি , ভারানী , পীরখালি , গাজীখালি, , পঞ্চমুখানী , ঝড়খালি
ishaUtsab , Hilsa , monsoonseason , travellife , weekendtour , unescoworldheritage , wildlifephotography , kolkata , westbengal , packagetour , royalbengaltiger , birdphotography , naturelovers , SundarbanTourPackag, Sightseeing Sundorban
সুন্দরবন,সুন্দরবন মোহসিন উল হাকিম,সুন্দরবন ভ্রমণ,সুন্দরবনের বাঘ,ভয়ংকর সুন্দর সুন্দরবন,ভয়ঙ্কর সুন্দর,ম্যানগ্রোভ বন সুন্দরবন,ভয়ঙ্কর সুন্দর সুন্দরবন,সুন্দর বন,সুন্দরবনে,সুন্দরবনের অজানা সত্য,সুন্দরবন ভারত,সুন্দরবন 2024,ভয়ংকর সুন্দরবন,সুন্দরবন ভ্রমন,সুন্দর,সুন্দরবনের মাছ,সুন্দরবনে রেমাল,সুন্দরবন বাংলাদেশ,ঢাকা থেকে সুন্দরবন,সুন্দরবনের আয়তন,সুন্দরবনের হরিণ,সুন্দরবনে মাছ ধরা,সুন্দরবন ঘূর্ণিঝড়,সুন্দরবন ভ্রমণ গাইড,ঘূর্ণিঝড়ে সুন্দরবন
sundarban,sundarban tour,sundarban forest,sundarban tiger,sundarban vlog,sundarban natural vlog,sundarbans,sundarban delta,sundarban tour package,sundarban river,sundarban circle,sundarban fishing,sundarban tour guide,sundarban west bengal,sundarban bangladesh,wildlife of sundarban,sundarban diary,sundarban safari,sundarban royal bengal tiger,sundarban national park,suk sundarban,tiger attack in sundarban,sundarban trip,sundarban food
বাঙালির ভ্রমণ গাইড,বাঙালির গোয়া ভ্রমণ,বাঙালির গোয়া ভ্রমণ,বাঙালির ইউরোপ ভ্রমণ,আমেরিকায় বাঙালির ভ্রমণ,বাঙালির সুইজারল্যান্ড ভ্রমণ,বাঙালি,আমেরিকায় বাঙালির ভ্রমণের সমস্যা,বাংলায় ইউরোপ ভ্রমণ,বাংলায় প্যারিস ভ্রমণ,প্রবাসে বাঙালি,প্রবাসে বাঙালির সমস্যা,বাঙালি পাড়া,বিদেশে বাঙালি,বিদেশ ভ্রমণ,ইউরোপ ভ্রমণ,কানাডার বাঙালি,বাঙালি পাড়ায়,আমেরিকায় বাঙালির সমস্যা,আমেরিকায় বাঙালি,জেনেভা ভ্রমণ,আমেরিকায় বাঙালির অসুবিধে,প্যারিস ভ্রমণ,আমেরিকায় ভ্রমণ
সুন্দরবন ইলিশ উৎসব,সুন্দরবন ভ্রমণ,ইলিশ উৎসব সুন্দরবন,সুন্দরবন ইলিশ উৎসব ২০২৩,সুন্দরবন ইলিশ উৎসব 2023,ইলিশ উৎসব,সুন্দরবন,সুন্দরবন ইলিশ উৎসব ২০২২,সস্তায় সুন্দরবন ইলিশ উৎসব,সুন্দরবনে ইলিশ উৎসব ২০২২,সুন্দরবন ইলিশ উৎসবে ইলিশ ভাপা দই ইলিশ,লঞ্চে ইলিশ উৎসব,সুন্দরবন ভ্রমণ গাইড,সুন্দরবন এর সুন্দর তথ্য,সুন্দরবন টুর,সুন্দরবন গাইড,সুন্দরবন ট্যুর,কম খরচে সুন্দরবন,সস্তায় সুন্দরবন,বর্ষায় সুন্দরবন,সুন্দরবন টুর গাইড,সুন্দরবন ভ্রমণ খরচ,সুন্দরবন ভ্রমণ 2023
Информация по комментариям в разработке