Wari,BatersWar,উয়ারী,বটেশ্বর,মাটির নিচের প্রাচীন নগর
নরসিংদী বেলাব উপজেলা উয়ারী এবং,বটেশ্বর পাশাপাশী দুটো গ্রাম,এই গ্রাম,দুটীতে বিভিন্ন প্রত্নাতাত্তিক,উপাদান পায়া যেতো,(১৯৩৩)খ্রিস্টাব্দের ডিসেম্বরে,ঊয়ারী গ্রামে শ্রমিকরা মাটি খনঙ্কালে,এক্টি পাত্রে সঞ্চিত মুদ্রা পায়,স্থানীয় স্কুলশিক্ষক জনাব মোহাম্মদ হানিফ পাঠান,সেখান থেকে-২০-৩০-টি মুদ্রা সংগ্রহ করেন,এগুলো ছিল প্রাচীনতম রৌপ্যমুদ্রা,এই ছিলো উয়ারী বটেশ্বরের,প্রত্নাতাত্তিক,নিদর্শন সংগ্রহের প্রথম চেস্টা-উয়ারী বটেশ্বর গ্রাম দুটির অধিকাংশ স্থান জুরে প্রাচীন বসোতি ছিলো,এছাড়াও পার্শবর্তি গ্রাম যেমন নাঙ্গারটেক,মরজাল,চন্ডীপাড়া,যশোর,কুন্ডাপাড়া,এবং আব্দুল্লাপুর,নগরেও প্রাচীন বসোতির চিন্ন পাওয়া যাই,উয়ারী নগরীর নিকটবর্তী এ পর্যন্ত আবিস্কৃত প্রায়,অর্ধশাধিক,প্রত্নস্থানের প্রত্নবস্ত বিচারে ধরে নেয়া যায় যে,অধিবাসীরা ছিলো কৃষিজিবীন,এবং এদের ফসল নগরে বসবাসরত ধনিক বনিক,কারীগর ও রাজকর্মচাড়ীদের খাদ্য চাহিদা পুরন করতো,উয়ারী বটেশ্বরের অধিবাসীরা ঊন্নত মানের প্রযুক্তির সঙ্গে পরিচিত ছিলো,তারা ধাতু গলিয়ে মুদ্রা তৈ্রী করার প্রযুক্রি যান্ত,
(২০০০)সালে শিবপুর উপজেলা ধুপিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এর নির্মান কাজের উদ্ভোধন করা হয়,।
এই প্রত্নস্থান্টিতে খননকাজ চলে আসলেও স্থায়ী আভাবে অস্থায়ীভাবে মাটিচাপা দিয়ে রাখা হয়েছে এখানকার অধিকাংশ আবিস্কার,জাদুঘরটি নির্মান হলে এটিই হবে বেসরকারী উদ্যেগে নির্মান করা দশের প্রথম প্রত্নস্থান জাদুঘর,
উল্লেখ্য,নরসিংদী জেলা সদরের(৩৫) কিলোমিটার উত্তর,পূর্বে অবস্থিত দুটি গ্রামের নাম উয়ারী বটেশ্বরএই প্রত্নস্থানে পাওয়া গেছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নিদর্শন, (১৯৩৩) সালে সাপ্তাহিক মোহাম্মদী পত্রিকায় লেখালেখির মাধ্যমে স্থানীয় স্কুলশিক্ষক হানিফ পাঠান এ প্রত্নতাত্ত্বিক স্থানটি সুধী সমাজের সামনে তুলে আনেন,পরবর্তীতে তার ছেলে হাবিবুল্লাহ পাঠান স্থানটির গুরুত্ব তুলে ধরে পত্র-পত্রিকায় লেখালেখি শুরু করেন,
যেভাবে যাবেন,নরসিংদী উয়ারী বটেশ্বরে,
ঢাকা থেকে সিলেট মহাসড়কের ভৈরব,ও,কিশোরগঞ্জগামী যেকোন বাসে উঠে নামতে হবে নরসিংদী রায়পুরা উপজেলার মরজাল বাস স্ট্যান্ডে, নাম্বেন,নেমে এখান থেকে সি,এন,জি,অথবা,অটো রিকসায় ঊটবেন ভাড়া নিবে(৩০)টাকা,উয়ারী বটেশ্বর,নেমে,দু এক মিনিট হাটলেই আপনি পেয়ে যাবেন,উয়ারী বটেশ্বরের,ঊন্মুক্ত যাদুঘর টী,
Информация по комментариям в разработке