#mela #gangnagar #baisakhi
আসসালামু আলাইকুম ভিউয়ার্স
আজকে ভিডিও বৈশাখী মেলার। মেলাটি বগুড়া জিলার শিবগঞ্জ থানার গাংনাগর, প্রতিবছর বৈশাখ মাসের প্রথম সোমবার অথবা বৃহস্পতিবার শুরু হয় এবং সাতদিনব্যাপিয়ে মেলা চলে। এটি ৪০০ বছর পুরাতন ঐতিহ্যবাহী একটি মেলা। আমরা এই ভিডিওতে একটি গ্রাম্য মেলার চিত্র তুলে ধরার চেষ্টা করব।
এবার মেলাটি গাংনগর স্কুল মাঠে বসেছে। বিগত সালের তুলনায় এবারের মেলাটা একটু ছোট।
এই মেলাতে অনেক কিছু পাওয়া যায় এর মধ্যে উল্লেখ্য বেলুন, ক্যাপ, গোল টুপি, চশমা, মানিব্যাগ, রুমাল, মাক্স, হাতপাখা, বাচ্চাদের খেলনা, মেয়েদের কাচের চুড়ি, অর্নামেন্টস, হ্যান্ড ব্যাগ এবং কসমেটিকস। এছাড়া দা, বটি, চাকু, সুরি, রুটি বানানোর পীড়া-বেলুন।
খাবারের মধ্যে চটপটি, হালিম, লটপটি, ভুরি ভাজি, শরবত, পান, ড্রাই ফ্রুট, বুট, বাদাম, চানাচুর, চিড়াভাজা, কান মশ্রী, ফাস্টফুড আইটেমের মধ্যে আছে চিকেন ললিপপ, চিকেন ফ্রাই এবং প্রাণ ফ্রাই।
এই মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি, জিলাপি, বাতাসা, নিমকি, চিনির পুতুল, ছানার জিলাপি ইত্যাদি।
এছাড়া মাছের আকৃতির বালিশ মিষ্টি ১ থেকে ২ কেজি, এমনকি আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে।
বিনোদনের জন্য নৌকা দোলা বা ম্যাজিক নৌকা, নাগরদোলা, সার্কাস, দ্য নিউ ডাট গেম এবং মোটরসাইকেল-প্রাইভেট কার এর খেলা প্রদর্শন।
খাসির মাংসও পাওয়া যায়।
এই মেলাটি মাছের মেলা নামেও পরিচিত অনেক বড় বড় মাছ ওঠে পাঙ্গাস, ব্রিগেড, রুই, কাতলা, কার্ফু, গ্লাসকার্প, সিলভার কাপ। এখানে ৫-৭ কেজির অনেক মাছ দেখলাম, তবে সবচেয়ে বড় মাছ ১০ কেজি ১০০ গ্রাম।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন।
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।
Информация по комментариям в разработке