জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার 🇧🇩 Jahangirnagar University | JU Campus Tour | Bangla View | JU

Описание к видео জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার 🇧🇩 Jahangirnagar University | JU Campus Tour | Bangla View | JU

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার | Jahangirnagar University | Jahangirnagar University Savar, Dhaka | Jahangirnagar University Campus View | Jahangirnagar University Campus Tour | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | বাংলা ভিউ | JU Campus

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি পূর্ণাঙ্গ আবাসিক সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়। মুক্তচর্চা, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক নানা বৈচিত্র্যময় কর্মকাণ্ডের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। প্রাকৃতিক ও জীব বৈচিত্র্যের স্বর্গভূমি জাহাঙ্গীরনগর দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা ও নানা একাডেমিক ক্ষেত্রে জাহাঙ্গীরনগর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নৃত্য, অভিনয়, নাটক ও লোকজ সংস্কৃতি চর্চায় জাহাঙ্গীরনগর অন্যতম শ্রেষ্ঠ এক বিদ্যাপীঠ। ঢাকার অদূরে সাভারে প্রায় ৬৯৭.৫৬ একর এলাকা নিয়ে প্রতিষ্ঠানটি অবস্থিত। ১৯৭০ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সম্পূর্ণরূপে এর কার্যক্রম শুরু হয় ১৯৭২ সালে। এই বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিক, গাণিতিক ও পদার্থবিষয়ক, সমাজ বিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদ এবং ৪টি ইনস্টিটিউট রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডঃ ফারজানা ইসলাম বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে ২০১৪ সালের ০২ রা মার্চ থেকে ২০২২ সালের ০১ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজধানী থেকে ৩২ কিলোমিটার দূরে ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিমে অবস্থিত। এটি ৬৯৭.৫৬ একর (২.৮ বর্গকিলোমিটার) জায়গাজুড়ে বিস্তৃত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি উত্তরে জাতীয় স্মৃতিসৌধ, উত্তর-পূর্বে সাভার সেনানিবাস, দক্ষিণে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং পূর্বে একটি বৃহৎ দুগ্ধ উৎপাদন খামার (ডেইরি ফার্ম) দ্বারা পরিবেষ্টিত। বিশ্ববিদ্যালয়টির শ্যামল পরিবেশ এবং জীববৈচিত্র অত্যন্ত মনোমুগ্ধকর। বিশ্ববিদ্যালয়ের অসংখ্য জলাশয় একে পরিযায়ী পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছে যার ফলে এটি পাখি পর্যবেক্ষকদের এক পছন্দের জায়গা। এটিই বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে সার্বজনীন স্বীকৃত।
#জাহাঙ্গীরনগর_বিশ্ববিদ্যালয়
#jahangirnagar_university
#ju
#tour_guide
#জাবি
#বাংলা_ভিউ
#bangla_view

𝘾𝙤𝙣𝙩𝙖𝙘𝙩
[email protected]

Related tag :-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, Jahangirnagar University, Jahangirnagar University Savar, Dhaka, Jahangirnagar University Campus View, Jahangirnagar University Campus Tour, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলা ভিউ, JU Campus, জাবি, পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়,Fully residential university,

Комментарии

Информация по комментариям в разработке